সুনামগঞ্জ জেলা প্রতিনিধ:- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের নব গঠিত কমিটিতে সদস্য নির্বাচিত হওয়ায় দিরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুক আহমেদ সরদারকে লন্ডনে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
দিরাইবাসী ইউকের উদ্যোগে ১৬ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের তারাতারি রেস্টুরেন্টের হল রুমে এ সংবর্ধনা প্রদান করা হয়। দিরাই উপজেলা যুবলীগের সাবেক সভাপতি নাজমুল হুসাইন চৌধুরী চান মিয়ার সভাপতিত্বে ও গ্রেটার সাসেক্স যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়ছল হাসানের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আজহারুল ইসলাম শিপার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, মুফতি মাওলানা আব্দুল ওয়াদুদ। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক সারব আলী, যুক্তরাজ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান সায়েদ, প্রফেসর ওমর ফারুক, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শাহ সানাউর হোসেন, বিশিষ্ট শিল্পপতি আব্দুল আশিক চৌধুরী, দিরাই ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিয়াজুল ইসলাম চৌধুরী, সাবেক পুলিশ কর্মকর্তা আহবাব মিয়া, সাবেক কাউন্সিলর শহীদ আলী, জগন্নাথপুর উন্নয়ন সংস্থা ইউকের সহ সভাপতি নাসির উদ্দিন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন সেলিম, টিপু চৌধুরী, মহিউদ্দিন জগনু, বশির উদ্দিন, হাসনাত আহমেদ চুনু, মান্না তালুকদার লিমন, তানভীর পিয়াস, শাওন মিয়া, তানজিল আলম তামিম, ইমরানুল হক, আনসার মিয়া জনি, আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, মনিরুজ্জামান রয়েল, নুরুল ইসলাম সরদার, ফেরদৌস মিয়া, জাহাঙ্গীর আলম, সরফরাজ জুবায়ের, মিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি সুরুজ আলী, নুর আলম, রফিক আলী, স্বপন মিয়া, জাকারিয়া সরওয়ার, ফয়সাল হোসেন সুমন, আনোয়ারুল ইসলাম, মুস্তাক আহমদ, জুবায়ের আহমদ, আফজাল হোসেন, দেলোয়ার হোসেন হীরা, আনিস আলী, মোহাম্মদ আলী, নোয়াব আলী, আমিনুল ইসলাম, সৈয়দ রাজিক, সৈয়দ আরিফ, ফিরোজুল হক সহ বিপুল সংখ্যক প্রবাসী দিরাইবাসী। সংবর্ধিত অতিথি মাসুক আহমেদ সরদার এমন আয়োজনের জন্য প্রবাসী দিরাইবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি তার বক্তব্যে বলেন, সুনামগঞ্জ আওয়ামীলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক নোমান বখ্ত পলিন দায়িত্ব পাওয়াতে সুনামগঞ্জের তৃণমূলের নেতাকর্মীরা মূল্যায়ন পাচ্ছেন। তিনি বলেন, এই দুইজনের নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনে সুনামগঞ্জ জেলার ৫টি আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেওয়া হবে। অনুষ্ঠানের প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, আজহারুল ইসলাম শিপার মাসুক আহমেদ সরদারের প্রশংসা করে বলেন, মাসুক সরদার হাইস্কুল থেকে ছাত্র রাজনীতির সাথে জড়িত। সে তার যোগ্যতায় আজ সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগে স্থান পেয়েছে। প্রধান অতিথি আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের দেশে গিয়ে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান। এসময় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে আগতরা মাসুক আহমেদ সরদারের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। পরে নৈশ্যভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।