ঢাকা ১২:০২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল বাগেরহাটে ঐতিহ্যকে মেলে ধরে রাখতে পিঠা উৎসব মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃত্যু মোরেলগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু নড়াইলের গোবরায় মৎস্য খামারে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী লামার ছেলে আবুল মোছা ইসলামপুরে মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত ২ সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

সমাজের চারদিকে আজ অশান্তির অনল এই অনলে পুড়ে দগ্ধ হচ্ছে আমাদের সমাজ!

  • আপডেট সময় : ০২:০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ৩৩১৮ বার পড়া হয়েছে

খান মাহাদী :- চারিদিকে হানাহানি, অবিশ্বাস, প্রতিশোধের নেশা, একে অপরকে আক্রমণ করার মনোভাব এসব বিরাজ করছে। শান্তির জন্য সবাই কেমন মরিয়া হয়ে ছুটছে। প্রত্যেকেই সুখের খোঁজ পেতে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছে। কিন্তু সুখ পাচ্ছে কি? সংকীর্ণতায় আবদ্ধ হয়ে সুখ খোঁজার বৃথা এই চেষ্টা। তবুও আমরা ছুটছি। থেমে থাকারও তো কোন উপায় নেই।

আমাদের বাস্তব জীবনেও বন্ধু বা বন্ধুত্বের সুযোগে ক্ষতি করার বহু উদাহরণ রয়েছে। আমাদের প্রত্যহ চলার পথে যে সবথেকে বেশী সময় সঙ্গ দেয় সে বন্ধু। তাই খাঁটি বন্ধু প্রতিটি মানুষের জীবনেই আবশ্যক।দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয় কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট হয়। এসব মন্তব্যের অর্থ হলো বন্ধুত্ব নামক সম্পর্কটি চির নতুন, চির উদ্দীপনায় ভরা, চির সুখময়। তবে তা যদি প্রকৃত বন্ধুত্ব হয়।

তবে আজকাল সবকিছুর মধ্যেই যে হারে ভেজাল ঢুকে গেছে বন্ধুত্ব নামক এই সম্পর্কটিও গুটি কয়েক কুবন্ধুর কারণে কুলষিত হচ্ছে। ছোটবেলা থেকেই আমরা দুই বন্ধু ও ভাল্লুকের গল্পটা জানি। যেখানে এক বন্ধু আরেক বন্ধুকে রেখেই নিজে বাঁচার তাগিদে গাছে উঠে পরে। যদিও অন্য বন্ধু তাৎক্ষণিক বুদ্ধির জোরে বেঁচে যায়। কিন্তু এই গল্পটার মোরাল হলো বিপদের সময় যে বন্ধু তোমাকে ত্যাগ করে সে প্রকৃত বন্ধু নয়। তার সঙ্গ পরিত্যাগ করাই উত্তম।

এ ধরনের বিপদের সময় গাছে উঠে যাওয়া বন্ধু বা গাছে তুলে মই টান দেওয়া বন্ধু আমাদের সমাজে ক্রমেই বেড়ে চলেছে। কথায় কথায় আমরা বলি সৎসঙ্গে স্বর্গ বাস অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু শব্দটি খুব ছোট কিন্তু এর অর্থেও ব্যাপকতা সিমাহীন। কোন সুনির্দিষ্ট গন্ডীতে বন্ধুত্বের সম্পর্ককে আবদ্ধ করে রাখা যায় না। সে চেষ্টা করা কেবল অর্থহীন শক্তির অপচয় মাত্র। বন্ধু মানে একে অপরের সুহৃদ। দুটি হৃদয় যখন সকল সংকীর্ণতা, সকল হিংসা, কপোটতা, সকল ক্রোধ মুক্ত হয়ে একত্র হয়, পাশে থাকে, পরামর্শ দেয় সেই বন্ধু। সেই হাত প্রকৃত বন্ধুত্বের হাত। যা সারাজীবন বাড়িয়েই থাকে।

এখন প্রশ্ন কে বন্ধু হতে পারে? হ্যা অবশ্যই বন্ধু কে হবে সেটা চিনতে ভুল হলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর ক্ষতি তার মাধ্যমে হতে পারে। তবে মূর্খ ব্যাক্তির সাথে বন্ধুত্ব করো না। কথায় আছে শিক্ষিত শত্রু ভালো মূর্খ বন্ধুর চেয়ে!!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল

সমাজের চারদিকে আজ অশান্তির অনল এই অনলে পুড়ে দগ্ধ হচ্ছে আমাদের সমাজ!

আপডেট সময় : ০২:০১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

খান মাহাদী :- চারিদিকে হানাহানি, অবিশ্বাস, প্রতিশোধের নেশা, একে অপরকে আক্রমণ করার মনোভাব এসব বিরাজ করছে। শান্তির জন্য সবাই কেমন মরিয়া হয়ে ছুটছে। প্রত্যেকেই সুখের খোঁজ পেতে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে বেড়াচ্ছে। কিন্তু সুখ পাচ্ছে কি? সংকীর্ণতায় আবদ্ধ হয়ে সুখ খোঁজার বৃথা এই চেষ্টা। তবুও আমরা ছুটছি। থেমে থাকারও তো কোন উপায় নেই।

আমাদের বাস্তব জীবনেও বন্ধু বা বন্ধুত্বের সুযোগে ক্ষতি করার বহু উদাহরণ রয়েছে। আমাদের প্রত্যহ চলার পথে যে সবথেকে বেশী সময় সঙ্গ দেয় সে বন্ধু। তাই খাঁটি বন্ধু প্রতিটি মানুষের জীবনেই আবশ্যক।দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই। প্রত্যেক নতুন জিনিসকেই উৎকৃষ্ট মনে হয় কিন্তু বন্ধুত্ব যতই পুরাতন হয় ততই উৎকৃষ্ট হয়। এসব মন্তব্যের অর্থ হলো বন্ধুত্ব নামক সম্পর্কটি চির নতুন, চির উদ্দীপনায় ভরা, চির সুখময়। তবে তা যদি প্রকৃত বন্ধুত্ব হয়।

তবে আজকাল সবকিছুর মধ্যেই যে হারে ভেজাল ঢুকে গেছে বন্ধুত্ব নামক এই সম্পর্কটিও গুটি কয়েক কুবন্ধুর কারণে কুলষিত হচ্ছে। ছোটবেলা থেকেই আমরা দুই বন্ধু ও ভাল্লুকের গল্পটা জানি। যেখানে এক বন্ধু আরেক বন্ধুকে রেখেই নিজে বাঁচার তাগিদে গাছে উঠে পরে। যদিও অন্য বন্ধু তাৎক্ষণিক বুদ্ধির জোরে বেঁচে যায়। কিন্তু এই গল্পটার মোরাল হলো বিপদের সময় যে বন্ধু তোমাকে ত্যাগ করে সে প্রকৃত বন্ধু নয়। তার সঙ্গ পরিত্যাগ করাই উত্তম।

এ ধরনের বিপদের সময় গাছে উঠে যাওয়া বন্ধু বা গাছে তুলে মই টান দেওয়া বন্ধু আমাদের সমাজে ক্রমেই বেড়ে চলেছে। কথায় কথায় আমরা বলি সৎসঙ্গে স্বর্গ বাস অসৎ সঙ্গে সর্বনাশ। বন্ধু শব্দটি খুব ছোট কিন্তু এর অর্থেও ব্যাপকতা সিমাহীন। কোন সুনির্দিষ্ট গন্ডীতে বন্ধুত্বের সম্পর্ককে আবদ্ধ করে রাখা যায় না। সে চেষ্টা করা কেবল অর্থহীন শক্তির অপচয় মাত্র। বন্ধু মানে একে অপরের সুহৃদ। দুটি হৃদয় যখন সকল সংকীর্ণতা, সকল হিংসা, কপোটতা, সকল ক্রোধ মুক্ত হয়ে একত্র হয়, পাশে থাকে, পরামর্শ দেয় সেই বন্ধু। সেই হাত প্রকৃত বন্ধুত্বের হাত। যা সারাজীবন বাড়িয়েই থাকে।

এখন প্রশ্ন কে বন্ধু হতে পারে? হ্যা অবশ্যই বন্ধু কে হবে সেটা চিনতে ভুল হলে শত্রুর চেয়েও ভয়ঙ্কর ক্ষতি তার মাধ্যমে হতে পারে। তবে মূর্খ ব্যাক্তির সাথে বন্ধুত্ব করো না। কথায় আছে শিক্ষিত শত্রু ভালো মূর্খ বন্ধুর চেয়ে!!