
আজ ২২ সেপ্টেম্বর দুপুর ১২: ঘটিকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যলয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি জনাব আমিনুল ইসলাম বুলবুলের সহ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।
উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন কেন্দ্রীয় যুব বিভাগের সদস্য এবং ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারী ,,ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডা. মো: ফখরুদ্দিন মানিক, কেন্দ্রীয় যুব বিভাগের সদস্য এবং ঢাকা মহানগরী দক্ষিন জামায়াতের সহকারী সেক্রেটারী কামাল হোসাইন,ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ,বোর্ডের সহসভাপতি নাজমুল আবেদিন ফাহীম, ঢাকা মহানগরী দক্ষিনের কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মোবারক হোসাইন ও ঢাকা মহানগরী উত্তরের যুব বিভাগের সভাপতি ডা. মঈন উদ্দিন।
নেতৃবৃন্দ ক্রিকেট এর মান উন্নয়ন, জুয়া মুক্ত,ব্যাবস্থাপনা ,সংস্কার এবং দেশব্যাপী টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে খেলোয়াড় বাছাই সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেন।এবং যেকোন বিষয়ে সহযোগিতার বিষয়ে বোর্ড নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন।