নিজস্ব প্রতিবেদকঃ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাব-৪ জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ১৫ মার্চ ২৩ ইং ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার একটি টিনসেট গোডাউনের ভিতর কিছু সংঘবদ্ধ বৈদ্যুতিক তার চোরাকারবারী চক্রের সদস্য চোরাইকৃত বৈদ্যুতিক তার/ ওয়্যারড ক্যাবল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে বলে তথ্য আসে।
উক্ত গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ১৫ মার্চ ২০২৩ র্যাব-৪ এর একটি অভিযানিক দল দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে চোরাইকৃত ২৫০০ (দুই হাজার পাঁচশত) কেজি বৈদ্যুতিক তার ও ২ টি খোলা বৈদ্যুতিক তারের ড্রামসহ সংঘবদ্ধ চোরাকারবারী চক্রের মূলহোতাসহ নিম্নোক্ত ২ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়।গ্রফতারকৃতরা হলেন,মোঃ মাসুম (৪০) ও মোঃ কবির (৫০)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান বৈদ্যুতিক তার চুরির বিষয়ে সত্যতা স্বীকার করে। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধৃত আসামীদ্বয় সেই সাথে পলাতক এবং অজ্ঞাতনামা আরো ২/৩ জন আসামীদের পরস্পর যোগসাজোসে সরকারী/বেসরকারী বৈদ্যুতিক তার অবৈধভাবে চুরি করে তাদের গোপন গোডাউনে মজুদ করে। পরবর্তীতে সুকৌশলে রাতের আধাঁরে লোকচক্ষুর অন্তরালে সুবিধাজনক ও বহনযোগ্য সাইজে রুপান্তর করে ঢাকা জেলা ও রাজধানীর বিভিন্ন স্থানে কৌশলে বিক্রয় করে থাকে বলে স্বীকারোক্তি প্রদান করে। তাদের এই চুরির ফলে দেশের বিভিন্ন সরকারী/ বেসরকারী বিদ্যুৎ উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান তথা বিদ্যুৎশিল্প চরম ক্ষতিগ্রস্থ হচ্ছে। উপরোক্ত বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ সংঘবদ্ধ চোরাকারবারী দলের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো অভিযান অব্যাহত থাকবে।