সাম্প্রতিক সময়ে বাড্ডা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাইউম নিজ থানাধীন এলাকা অবৈধ অস্ত্রধারী,অবৈধ হামলাকারী,পরিকল্পনাকারী,ইফটিজিং,ছুরিছিনতাই,মাদকসেবন ও কিশোর গ্যাং নিয়ন্ত্রনে প্রতিনিয়ত কাজ করছে বাড্ডা থানা পুলিশ।
তারাই ধারাবাহিকতায় গত ২৯ সেপ্টেম্বর ২০২৩ ইং রাত অনুমান ১২ ঘটিকার সময় বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃআবদুল কাইউম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই/সাইফুল ইসলাম ভুইয়া সঙ্গীয় অফিসারদের সহায়তায় অস্ত্রধারী সন্ত্রাসীঅস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে অবস্থানের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টস্থ রোডনং ৮, প্লট নং–২ শতাব্দী এন্টারপ্রাইজ এর সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে বাড্ডা থানাধীন এলাকার ৫ শীর্ষসন্ত্রাসী,মোঃ বশির (৩৩)মোঃ নুর আলম অনি (৩০)মোঃ সুমন টেলি সুমন (৩৬)এস এম আমিনুল হক সেলিম (৫১)মোঃমনোয়ার হোসন বাবু (৩৪)ঢাকাদেরকে গ্রেফতার করে বাড্ডা থানা পুলিশ।
গ্রেফতারকৃত ১ নং আসামী মোঃ বশির(৩৩) এর দেহ তল্লাশী করিয়া তাহার পরিহিত সাদা পায়জামার সামনের ডান পকেট হতেউপরোক্ত ০১(একটি) সিলভার কালচে রংয়ের বিদেশী পিস্তল। ধৃত ২ নং আসামী মোঃ নুর আলম অনি(৩০) এর দেহ তল্লাশীকরিয়া তাহার পরিহিত কালো রংয়ের জিন্স প্যান্টের সামনের ডান পকেট হতে উপরোক্ত ০১(এক) টি ম্যাগাজিন এবং ০২(দুই) রাউন্ড তাজা গুলি,যাহা ম্যাগাজিনে লোডেড অবস্থায় ছিলউপরোক্ত আলামত সমূহ আসামীদের নিজ নিজ হাতে বাহির করিয়াদেওয়া মতে পাইয়া উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে পুলিশ হেফাজতে নেন ।১৮৭৮ সালের অস্ত্র আইনের তাদেরবিরুদ্ধে মামলা রুজু করা হয় ।
এই বিষয়ে বাড্ডা থানার অফিসার ইনচার্জ বলেন,মোঃ আবদুল কাইউম) বলেন,আমরা গোপন সংবাদ এর ভিত্তিতে জানতেপারিযে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে বাড্ডা থানাধীন মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্টস্থ অবস্থান করছেনতারাই সূত্র ধরে বাড্ডা থানার একটি চৌকস ট্রিম উক্ত ঘটনারস্থল থেকে অস্ত্রসহ ৫ জন সন্ত্রাসী’কে গ্রেফতার করতে সক্ষমহয়েছে ।তিনি আরো বলেন আমি যতদিন এই থানায় আছি আমার থানাধীন এলাকায় কোনো রকম অপরাধ,অনিয়ম করলেকেউ আইনের ঊর্ধ্বে নয়,আইনের ব্যত্যয় ঘটালেই তাকে আইনের আওতা আসতে হবে।