মো.রাব্বী মোল্লাঃবাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করতে বঙ্গবন্ধু কন্যা মানবতার জননী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে সেগুলি বাস্তবায়ন করে যাচ্ছেন। অদম্য অগ্রযাত্রায় এগিয়ে চলেছে দেশ।
‘আশ্রয়ণ’ প্রকল্পের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীন ছিন্নমূল মানুষকে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের আওতায় আনছেন। বঙ্গবন্ধুকন্যা ঘোষণা দিয়েছেন, ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না।’ তারি ধারাবাহিকতায় বরিশাল বাকেরগঞ্জ থানার আওতাধীন ১৪নং নিয়ামতি ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির এর তত্ত্বাবধানে প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নিয়ামতি ইউনিয়নে বিনামূল্য ৫৭ টি গৃহহীন পরিবার আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশ জমি সহ সেমি পাকা ঘর পেল।
এসময় ইউপি চেয়ারম্যান মানবিক নেতা মো. হুমায়ুন কবির বলেন আমি আমার ইউনিয়নে ৫৭ টি গৃহহীন পরিবার কে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আশ্রয়ন প্রকল্পের ২ শতাংশ জমি সহ সেমি পাকা ঘর দিতে পেরেছি এবং এদের মুখে হাসি ফুটাইতে পেরেছি এজন্য মহান আল্লাহ তায়ালা কাছে শুকরিয়া আদায় করছি। এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। সকলে আমার জন্য দোয়া করবেন আমি যেন সততা ও দক্ষতার সঙ্গে ইউনিয়নে মানুষের জন্য কাজ করতে পারি।