
বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে দলকে সুসংগঠিত করতে হবে। বিএনপিকে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সুসংগঠিত করাই আমাদের রাজনৈতিক দায়িত্ব ও অঙ্গীকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের পাশে থেকে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর।
রবিবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১দফার লিফলেট বিতরণ পূর্বে পৌরসভা বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় নাসির উদ্দিন জোমাদ্দার একথা বলেন।
তিনি আরো বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দমন-পীড়নের শিকার বিএনপি এবং দেশের সাধারণ মানুষ। ওই সময় হাজার হাজার নেতাকর্মী গুম, খুন এবং কারাবরণের শিকার হয়েছেন। বরিশালের বাকেরগঞ্জে আমাদের রাজনৈতিক অভিভাবক জেলা বিএনপির আহবায়ক সাবেক এমপি আবুল হোসেন খানের নেতৃত্বে জনগনের অধিকার পুনরুদ্ধারে ১৬-১৭ বছর বিএনপিসহ উপজেলার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছি।
তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকল নেতাকর্মীদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপিকে সুসংগঠিত করতে হবে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফার দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৫ আগস্টের পর থেকে বার বার বলছেন আগামী নির্বাচন বিএনপির জন্য একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের সকলকে মত পার্থক্য ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীর নির্দেশ দিয়ে তিনি বলেন, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের রাজনৈতিক অভিভাবক জেলা বিএনপির আহবায়ক আবুল হোসেন খানের হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। তার নির্দেশ বাস্তবায়নে আমরা নিরলসভাবে মাঠে আছি এবং থাকবো।