สล็อตออนไลน์ สล็อตออนไลน์
ঢাকা জেলা ডিবি কর্তৃক গ্রেফতার: ৩ - ঢাকার বার্তা ২৪
আন্তর্জাতিক জাতীয়রাজধানীরাজনীতিঅপরাধ  লিড নিউজসর্বশেষখেলাধুলাপ্রযুক্তিব‍্যবসা বানিজ‍্যশেয়ার বাজারসারাদেশব‍্যাংক বীমাঅন্যান্য

ব্রেকিং

ঢাকা জেলা ডিবি কর্তৃক গ্রেফতার: ৩

Published on: July 15, 2025

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা জেলা পুলিশের   সুযোগ্য পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান মহোদয়ের নির্দেশনায়, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)সাইদুল ইসলাম (অফিসার ইনচার্জ) ডিবি (দক্ষিন)ঢাকা জেলার নেতৃত্বে উপ-পরিদর্শক (নিরস্ত্র)) মোঃ টিটুল হোসাইন, এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ  ঢাকা জেলা ডিবি (দক্ষিন) এর ০২টি চৌকস ডিবি টিম ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে গত ১৪ জুলাই ২০২৫ ইং কেরাণীগঞ্জ মডেল থানাধীন আমিরাবাগ (বাদামগাছ তলা) এলাকা হতে (পেশাদার) মাদক ব্যবসায়ী আব্দুল ওহাব (৪৩) ১ কেজি গাজা অপর আসামী মোঃ হেলাল উদ্দিন (৪৫) ঢাকাকে ০১ কেজি গাজা সহ মোট ০২ জন (পেশাদার) মাদক ব্যবসায়ী গ্রেফতার করেন। 

এছাড়া দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ এলাকায় অভিযান পরিচালনা করে ইং ১৪/০৭/২০২৫ খ্রিঃ তারিখে অন্তর সাহা আব্দুর রহমান (৩৪) ১ জন মাদক ব্যবসায়ীকে ০২ কেজি গাজা সহ গ্রেফতার করেন। 

বর্নিত আসামীদের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানার মামলা নং -২৫, তারিখ-১৫ জুলাই ২৫ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার মামলা নং ২৯, তারিখ-১৫/৭/২৫ ইং, ধারা – ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯(ক) রুজু করত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now