মো. সাহেদ আহমেদ,শরীয়তপুর প্রতিনিধিঃদেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দরিদ্র জেলেদের মাঝে বিনামূল্যে ছাগল ও ছাগল রাখার ঘর বিতরণ করেছে উপজেলা মৎস্য দপ্তর।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলা চত্বরে ২০২২-২৩ অর্থবছরে ২০ জন নিবন্ধিত জেলেকে দুইটি করে মোট ৪০টি ছাগল প্রদানের মধ্য দিয়ে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির। এসময় ছাগলের পাশাপাশি প্রত্যেক জেলে পরিবারকে একটি করে ছাগল রাখার ঘর (খোঁয়াড়) এবং ছাগলের খাদ্য প্রদান করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক এর পরিচালনায় জেলেদের মাঝে ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিকদার, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি মতিউর রহমান মিন্টু বেপারী , গোসাইরহাট থানার (ওসি তদন্ত) মোঃ ওবায়েদুল হক, কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম নাসির উদ্দিন স্বপন।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবার দরিদ্র মৎস্যজীবীদের পুনর্বাসনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নিবন্ধিত জেলেদের মাঝে দুইটি করে স্ত্রী ছাগল, ছাগল রাখার ঘর (খোঁয়াড়), খাদ্য এবং ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।