
নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীসহ তাঁর পরিবারের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালীগঞ্জ থানার নাগরী ইউনিয়নের পাড়াবথা এলাকার বাসিন্দা মানছুরা আক্তার (২১) শনিবার রাতে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে তিনি জানান, প্রতিবেশী আবু হানিফা (৫০), তাঁর দুই ছেলে সাইফুল ইসলাম (৩৫) ও ফাইজুল ইসলাম (৩০)সহ আরও ১০-১৫ জন সশস্ত্র অবস্থায় তাঁদের বসতবাড়িতে হামলা চালায়।
গত ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উক্ত অভিযুক্তরা বে-আইনি জনতাবদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে অনধিকার প্রবেশ করে এবং বসতবাড়ির পশ্চিম পাশের ঘরের কিছু অংশ ভেঙে ফেলে। পরিবারের সদস্যরা বাধা দিলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও এলোপাথারি মারধর শুরু করে।
এ সময় মানছুরা আক্তারের শ্বশুর নুরুল আমিন (৫৫) কে হত্যার উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে আঘাত করলে তিনি প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন। তাঁর বুকের ডান পাশে হাড় ভেঙে যায়। এছাড়া মানছুরার চাচা শ্বশুর আফজাল হোসেনকেও মারধর ও শ্বাসরোধের চেষ্টা করা হয়।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ঘরের ড্রয়ার ভেঙে নগদ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন করে।
পরিবারের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে মানছুরা আক্তার বলেন,আমরা বহুদিন ধরে জমি নিয়ে শত্রুতার মধ্যে ছিলাম। স্থানীয়ভাবে একাধিকবার সালিশে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। এখন তারা প্রকাশ্যে হামলা চালিয়ে আমাদের সর্বনাশ করেছে।”
এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলাউদ্দিন জানান,লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় এলাকাবাসী জানায়, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। তবে সম্প্রতি তা আরও তীব্র আকার ধারণ করে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।