আন্তর্জাতিক বাজারে গতকাল কিছুটা কমেছে স্বর্ণেরদাম। ডলারের বিনিময় মূল্য নিম্নমুখী হয়ে ওঠায়অন্যান্য মুদ্রার ক্রেতাদের কাছে ধাতুটির চাহিদাবেড়েছে। বড়দিনের লম্বা ছুটির কারণে বেচাকেনাএখনো জমে ওঠেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।এছাড়া বিনিয়োগকারীরা সুদের হার বৃদ্ধি নিয়েফেডারেল রিজার্ভের নতুন সিদ্ধান্তের অপেক্ষায়আছেন। এর আগ পর্যন্ত তারা ধাতুটিতে অর্থলগ্নিরক্ষেত্রে সাবধানতা অবলম্বন করছেন। খবর রয়টার্স।
স্পট মার্কেটে গতকাল মূল্যবান ধাতুটির বাজারদরবেড়েছে দশমিক ১ শতাংশ। প্রতি আউন্স লেনদেনহয়েছে ১ হাজার ৮০৫ ডলার ২৬ সেন্টে। অন্যদিকেনিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণেরভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ২ শতাংশ কমে ১হাজার ৮১৩ ডলারে নেমেছে।
১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড গতকালকিছুটা কমেছে, যা এর আগে ছয় সপ্তাহের সর্বোচ্চেউঠেছিল। বর্তমানে বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রেবেকারত্বসংক্রান্ত তথ্য প্রকাশের অপেক্ষায় আছেন।বেকারত্বের হার বাড়লে ডলারের বিনিময় মূল্যদুর্বল হয়ে পড়ার পাশাপাশি স্বর্ণের দাম বাড়বে বলেজানিয়েছেন বিশ্লেষকরা। ওসিবিসি ফরেন কারেন্সিএক্সচেঞ্জের বিশ্লেষক ক্রিস্টোফার ওয়াং বলেন, চীনেকোয়ারেন্টিনসহ অন্যান্য বিধিনিষেধ শিথিল হওয়ায়বাজার ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে।চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে ধাতুটির দামকমে দুই বছরের সর্বনিম্নে নেমে গিয়েছিল। এর পরথেকে এখন পর্যন্ত বাজারদর প্রায় ২০০ ডলারবেড়েছে।