
নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৭শে আগস্ট বুধবার, মডেল ও অভিনেতা মোহাম্মদ রিয়াজ উদ্দিন এর শুভ জন্মদিন, জন্মদিন ঘিরে মানুষের নানা রকম আয়োজন থাকলেও, বরাবরের মতো এবারও ভাই-বোন, ও পরিবারের সবাই বাসায় মিলিত হওয়া, গল্প গুজব আর খাওয়া-দাওয়া ছাড়া কোন ব্যতিক্রমি আয়োজন থাকছেনা বলে জানিয়েছেন এই অভিনয় শিল্পী, তিনি জানান জন্মদিন সবার জন্যই স্পেশাল একটি দিন, কিন্তু এ বছরের জন্মদিন আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ..যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম ২৭শে আগস্ট সে দিনটিও ছিলো বুধবার , আজও এতদিন পরে দিনটি মিলে গেছে, আল্লাহ তাআলার লাখো, কোটি শুকরিয়া, চেষ্টা করবো এলাকার কিছু অসহায় ও কত দরিদ্রদের নিয়ে একসাথে বসে এক বেলা (দুপুরে) আহার করতে, মোঃরিয়াজ উদ্দিন এর অভিনয় শুরুঃ
মুখোমুখি নাট্য সংগঠনের প্রতিযোগিতা নামক একটি মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে, এরপর অভিনয়ের নেশায় যুক্ত হন যুগান্তর থিয়েটার, জগন্নাথ নাট্য সংসদ ও ঢাকা রঙ্গপীঠে । এ যাবৎ তিনি বহু মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে সুনাম অর্জন সহ পুরস্কৃত হয়েছেন, এরমধ্যে প্রতিযোগিতা, ফলাফল শুন্য, আমি নারী তাই, পতাকার সম্মান, চেয়ার উল্লেখযোগ্য,
পর্দায় অভিষেক হয়ঃ বিটিভিতে প্রাইম মিটার, ও নিম্প বিউটি লোশন নামক পরপর দুটি বিজ্ঞাপনের মডেল হিসেবে, এতে সহ শিল্পীরা ছিলেন সুমাইয়া শিমু, আবুল হায়াত ও লাকি ইনাম, এছাড়াও বর্তমানে বহু টিভিসি ও ওভিসির মডেল হয়েছেন তিনি , সর্বশেষ প্রাণের ওন্ডার মাফিন কেকের বিজ্ঞাপনে কাজ করেছেন,
সিঙ্গেল ও ধারাবাহিক নাটকঃ পাপের গন্তব্য, বাধলাম ভালবাসার ঘর, করোনা, সেই পথে, ও হোটেল ৫৭ এ নামক সিঙ্গেল নাটকে অভিনয় করেছেন, বাংলাভিশনে..এ জাবের রাসেল পরিচালিত ধারাবাহিক “বিরম্বনা” নাটকে উল্লেখযোগ্য চরিত্রে এবং আর টিভিতে ধারাবাহিক “বোকা পরিবার” নাটকে অভিনয় করেছেন, আরো একটি সিঙ্গেল নাটক প্রচারের অপেক্ষায়,
চলচ্চিত্রে আসার গল্পঃ স্বনামধন্য পরিচালক অনন্য মামুনের হাত ধরে তার বড় পর্দায় অভিষেক হয়, বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়ক সাকিব খান, মাহিয়া মাহি ও শহিদুজ্জামান সেলিমের সঙ্গে নবাব এলএলবি নামক সিনেমায় উকিলের চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি, এরপর একই পরিচালকের কসাই নামক সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন, এছাড়াও অমানুষ, রেডিও, ও স্পর্শ সিনেমায় ভারতীয় অভিনেত্রী ঋতুপর্ণার সাথে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, এবং অনন্য মামুন পরিচালিত যৌথ প্রযোজনার একটি সিনেমায় শাকিব খান, সোনাল চৌহান (ভারতীয়) ও পায়েল সরকার (ভারতীয়) এর সঙ্গে ডাক্তারের চরিত্রে অভিনয়ের মাধ্যমেও প্রশংসিত হয়েছেন ছবিটির শুটিং হয়েছিলো ভারতের বানারসে ,ছবিটি গত ঈদে মুক্তি পেয়েছিলো, সর্বশেষ হাবিবুর রহমান পরিচালিত সীমান্ত নামক একটি সিনেমার কাজ শেষ করেছেন যেখানে তাকে ভিন্ন রূপে দেখা যাবে বলে জানিয়েছেন তিনি ছবিটি মুক্তির অপেক্ষায়, এরই মধ্যে একটি সিনেমা ও একটি ধারাবাহিক নাটকের শুটিং দ্রুতই শুরু হবে বলে আশাবাদী,
জন্মদিনে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন জন্মদিনের আগমন মানে জীবন থেকে একটি বছর চলে যাওয়া তবুও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে ও সবার দোয়া, ভালোবাসায় সুস্থ সবল ও সম্মানের সাথে বেঁচে আছি এটাই আমার বড় পাওয়া, সবার কাছে দোয়া কামনা করছি আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যু পর্যন্ত সুস্থসবল ও সম্মানের সাথে বাঁচিয়ে রাখেন, আমি যেন অভিনয়ের মাধ্যমে সমাজ ও দেশের মানুষকে ভালো কিছু দিতে পারি, সবার কাছে আবারো দোয়ার দরখাস্ত।