চট্টগ্রামে জমকালো আয়োজনে যাত্রা শুরু করেছে পাইকারি ও খুচরা বিক্রয় এবং One stop ladies solution Real Style।
৪ নভেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে ফিতা ও কেঁক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। যেখানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর যুব মহিলালীগের সিনিয়র সদস্য সোনিয়া আজাদ। এসময় চট্টগ্রামের বিভিন্ন উদ্যোক্তারাও উপস্থিত ছিলেন। ৫জন নারীর সম্মিলিত প্রচেষ্টায় পাইকারি ও খুচরা বিক্রয়ের জন্য এমন প্রতিষ্ঠানের যাত্রাকে শুভকামনা জানান অতিথিরা।
Real Style ক্রেতার শতভাগ প্রত্যাশা পূরণ করবে এমনটা আশা দর্শনার্থীদের
সারা দেশের তৃণমূল পর্যায়ে উন্নতমানের ইন্ডিয়ান, পাকিস্তান, চায়না ও মালেয়শিয়া থেকে পোশাক ও নারীর সব পণ্য দেশিয়ী উদ্যোক্তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য যাত্রা শুরু করছে প্রতিষ্ঠানটি এমনটা জানান Real style
এর এই স্বত্বাধিকারী। পাশাপাশি নতুন যাত্রা উপলক্ষে সব পণ্যে মাসব্যাপী ৫০% ছাড়ের কথাও
অনলাইনে পাইকারী ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান real style সময়ের সাথে পাল্লা দিয়ে বেশ সুনামের সাথে এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা সবার।
চেয়ারম্যানঃ-আব্দুর রহিম খান,
সম্পাদক ও প্রকাশক: মো : মাসুদ রানা
© সর্বস্বত্ব সংরক্ষিত © ঢাকার বার্তা ২৪