শরিফ মিয়া (জামালপুর)
জামালপুরের দেওয়ানগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রদের উদ্যোগে বন্যার্তদের সহযোগিতার জন্য গণত্রাণ সংগ্রহ কর্মসূচি কার্যক্রম চালু করা হয়েছে।
শনিবার (২৪ আগস্ট) দেওয়ানগঞ্জ ছাত্রদের সহযোগিতায় গণত্রাণ সংগ্রহ কর্মসূচির প্রথমদিনে ৩৬ হাজার ৩২৩ টাকা ফান্ড কালেকশন করা হয়েছে। এ সময় ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন, মোঃ সোহেল রানা, সৌরভ হাসান, আব্দুল্লাহ আল মুইদ, নিশাদ হাসান,মোছাঃ মেঘলা খাতুন ও শাহ নাসরুল্লাহ আরো অনেকে।
এ সময় ছাত্র আন্দোলনকারী মোঃ সোহেল রানা জানান , আমরা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বানভাসি মানুষের মাঝে আর্থিক সহযোগিতা করার জন্যে গণত্রাণ কর্মসূচি কার্যক্রম চালু করা হয়েছে । আজ হয়তো কম, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আগামী দিনে হয়তো অনেক বেশি হবে। এ কার্যক্রম অব্যাহত থাকবে সবাব সহযোগিতার হাত বাড়ানোর জন্য অনুরোধ করা হল।