মো.সাহেদ আহমেদ গোসাইরহাট(শরীয়তপুর)প্রতিনিধি:-
শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব ১৭) অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৮-জুলাই) বিকেলে ইদিলপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাব্বির সাজ্জাদ এর সভাপতিত্বে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফুটবল খেলার গোসাইরহাট উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে।
গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গোসাইরহাট পৌরসভা ও নাগেরপাড়া ইউনিয়ন পরিষদ একাদশ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । এতে নাগেরপাড়া ইউনিয়ন গোসাইরহাট পৌরসভাকে ২-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়। বিশেষ অতিথি ছিলেন, গোসাইরহাট পৌরসভা মেয়র আবদুল আউয়াল সরদার।
আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা মো.সাহাবুদ্দিনের, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, আইসিটি কর্মকর্তা মাঈনুল ইসলাম, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা। এছাড়ও গোসাইরহাট থানা পুলিশের একটি সক্রিয় ফোর্স।
অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জসিম হাওলাদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, নাগেরপাড়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান ও পৌরসভা প্যানেল মেয়র নুরুল আমিন রাড়ী ৪নম্বর ওয়ার্ড কাউন্সিলর ডালিম সরদার প্রমুখ।