ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল বাগেরহাটে ঐতিহ্যকে মেলে ধরে রাখতে পিঠা উৎসব মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃত্যু মোরেলগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু নড়াইলের গোবরায় মৎস্য খামারে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী লামার ছেলে আবুল মোছা ইসলামপুরে মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত ২ সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

ব্যাড গার্লস” সিরিজে আবেদনময়ী মডেল ও অভিনেত্রী “প্রিয়া অনন্যা”

  • মাসুদ রানা
  • আপডেট সময় : ০২:০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
  • ৩১১৭ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদকঃ বর্তমান সময়ের তরুণ আবেদনময়ী মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যাকে জনপ্রিয় আইটেম গানে বেশ কয়েকবার কোমর দুলাতে দেখা গেছে।আর সেই ছবিতে ছিলেন বর্তমান সময়ের মেগাস্টার শাকিব খান ও দেশের অন্যান্য দাপুটে অভিনেতারা।এসব অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে মিডিয়ায় নিজের একটি ভিন্ন মাত্রার ইমেজ তৈরি করেছেন তিনি।বর্তমানে দেশীয় চলচ্চিত্রের আইটেম গান মানেই প্রিয়া অনন্যা।তার নাম, দৈহিক সৌন্দর্য ও রসালো অভিনয়ে বুকে কম্পন সৃষ্টি করে যুবক থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধদের।

কাজের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করে হয়েছেন ব্যাপক প্রশংসিত।তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে ফিল্মে কাজ করার সুযোগ দিয়েছেন দেশের দক্ষ নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।সেই সুবাদে আবারো দেশের তরুণ ও গুনি পরিচালক সেলিম রেজার পরিচালনায় গীতিকার ও লেখক অনুরুপ আইচের কাহিনী ও চিত্রনাট্যে ব্যাড গার্লস ওয়েব সিরিজে কাজ করছেন অত্যন্ত আবেদনময়ী মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা।এর আগে আকর্ষণীয় সব লুক ও পোশাকে পর্দায় এসে দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি।

জানা গেছে প্রিয়া অনন্যা প্রথমবারের মতো সেলিম রেজার এক্স লাভ ফিল্মে কাজ করেছেন।আর তাতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন।এছাড়া দিন দিন দর্শক চাহিদা বেড়ে যাওয়ায় গল্পের প্রয়োজনে আবারো তাকে চমৎকার একটি গল্পে দেখা যাবে নতুন রুপে।

সিনেমার পর্দায় আলো ছড়ানো এই অভিনেত্রী শাকিব খান অভিনীত সুপার হিরো ছবিতে প্রথমবারের মতো আইটেম গানে বাজিমাত করেছেন।যেটি বর্তমানে ইউটিউবে ৩৫ মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে।দারুন লিরিক্স,গানের সুর এবং অভিনেত্রীর দুর্দান্ত পারফরম্যান্স আলাদা মাত্রা যোগ করেছে।সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো আইটেম গানে সিনেপ্রেমীরা প্রকৃত অর্থে দেওয়ানা হয়ে যায়।যার প্রমান মেলে ইউটিউবে ভক্তদের উচ্ছাস প্রকাশ দেখে।

এছাড়া পরিচালক শামীম আহমেদ রনির ”এবার তোরা মানুষ হ” বুবুজান ছবিতে আইটেম গানে কোমর দুলিয়েছেন।এই ছবিতে কো আর্টিস্ট হিসেবে ছিলেন ভিলেন শিবা সানু।জনপ্রিয় বাবুরে আইটেম গানে সময়ের অন্যতম খল নায়ক ডন’র সঙ্গে কাজ করেছেন তিনি।পরে চন্দন রায় চৌধুরীর সঙ্গে রোমান্টিক হিন্দি গানে মিউজিক ভিডিওতে কাজ করেছেন।সম্প্রতি বিগ বাজেটের মিউজিক ভিডিও রিলিজ পেয়েছে।তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের টিভিসি, ফটোশুট করেছেন।গত ঈদে মুক্তি পাওয়া শেষ বাজি ছবিতে চলচ্চিত্রের আরেক জনপ্রিয় নায়ক সায়মন সাদিকের সঙ্গে আইটেম গানে হাজির হয়েছিলেন।অভিনেত্রী প্রিয়া অনন্যাকে আসন্ন ঈদে মুক্তি প্রতিক্ষিত ডার্ক ওয়ার্ল্ড মুভিতে দেখা যাবে।এর পাশাপাশি নতুন ফিল্ম ও নাটকে কাজ করার চুক্তি সেরেছেন।

ব্যাড গার্লসে যুক্ত হয়ে তিনি বলেন, গুনী পরিচালক সেলিম রেজার পরিচালনায় এর আগেও একটি ফিল্মে কাজ করেছি।আবারো তিনি আমাকে ব্যাড গার্লস নামের একটি ওয়েব সিরিজে কাজের সুযোগ করে দিয়েছেন।আসলে ওনার সঙ্গে কাজ করতে পারা বেশ আনন্দের।এছাড়া ব্যাড গার্লস সিরিজের কাহিনী ও চিত্রনাট্যে রয়েছে বিশিষ্ট লেখক অনুরুপ আইচ।আর এটি সব ধরনের দর্শকদের গুরুত্বপূর্ণ বার্তা জানান দিবে।মূলত একটি ছবি সমাজের বিভিন্ন রুপ তুলে ধরে কিন্তু এই ফিল্মে নারীদের ব্যাড গার্লস হওয়ার পিছনের গল্প তুলে ধরবে একেবারে ভিন্নরূপে।আশা করি সবাই ব্যাড গার্লসের ঝলক দেখতে পাবেন।

ব্যাড গার্লস ওয়েব সিরিজে প্রিয়া অনন্যা সহ আরো অভিনয় করছেন,

শিবা শানু, আমান রেজা, শিরিন শিলা, তানিন সুভা, নির্জনা, ডন, কমল,এল আর খান সীমান্ত, তুহিন খান, সাদিকুর শিমুল, আইরিন ইরানী, জেরিন ইসলাম, পারিসা জান্নাত, তাসনিম ঐশী, তানিয়া হৃদি, শান্তা ইসলাম, ইসরাত জাহান সুমাইয়া খন্দকার তৃষ্ণা, অঞ্চল ইসলাম, জারা, পলাশ, রিমন রেন, মুক্তা হাসান, ফারিয়া চৌধুরী প্রমুখ।সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ব্যাড গার্লস প্রযোজনা করেছেন সিনেটেক মাল্টিমিডিয়া।আর এটি প্রচারিত হবে সিনেটেক মাল্টিমিডিয়ার ওটিটি মাধ্যমে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল

ব্যাড গার্লস” সিরিজে আবেদনময়ী মডেল ও অভিনেত্রী “প্রিয়া অনন্যা”

আপডেট সময় : ০২:০৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪

বিনোদন প্রতিবেদকঃ বর্তমান সময়ের তরুণ আবেদনময়ী মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যাকে জনপ্রিয় আইটেম গানে বেশ কয়েকবার কোমর দুলাতে দেখা গেছে।আর সেই ছবিতে ছিলেন বর্তমান সময়ের মেগাস্টার শাকিব খান ও দেশের অন্যান্য দাপুটে অভিনেতারা।এসব অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে মিডিয়ায় নিজের একটি ভিন্ন মাত্রার ইমেজ তৈরি করেছেন তিনি।বর্তমানে দেশীয় চলচ্চিত্রের আইটেম গান মানেই প্রিয়া অনন্যা।তার নাম, দৈহিক সৌন্দর্য ও রসালো অভিনয়ে বুকে কম্পন সৃষ্টি করে যুবক থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধদের।

কাজের প্রয়োজনে বিভিন্ন চরিত্রে অভিনয় করে হয়েছেন ব্যাপক প্রশংসিত।তার কাজের প্রতি সন্তুষ্ট হয়ে ফিল্মে কাজ করার সুযোগ দিয়েছেন দেশের দক্ষ নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।সেই সুবাদে আবারো দেশের তরুণ ও গুনি পরিচালক সেলিম রেজার পরিচালনায় গীতিকার ও লেখক অনুরুপ আইচের কাহিনী ও চিত্রনাট্যে ব্যাড গার্লস ওয়েব সিরিজে কাজ করছেন অত্যন্ত আবেদনময়ী মডেল ও অভিনেত্রী প্রিয়া অনন্যা।এর আগে আকর্ষণীয় সব লুক ও পোশাকে পর্দায় এসে দর্শকদের হৃদয়ে ঝড় তুলেছেন তিনি।

জানা গেছে প্রিয়া অনন্যা প্রথমবারের মতো সেলিম রেজার এক্স লাভ ফিল্মে কাজ করেছেন।আর তাতে নিজের চরিত্র ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন।এছাড়া দিন দিন দর্শক চাহিদা বেড়ে যাওয়ায় গল্পের প্রয়োজনে আবারো তাকে চমৎকার একটি গল্পে দেখা যাবে নতুন রুপে।

সিনেমার পর্দায় আলো ছড়ানো এই অভিনেত্রী শাকিব খান অভিনীত সুপার হিরো ছবিতে প্রথমবারের মতো আইটেম গানে বাজিমাত করেছেন।যেটি বর্তমানে ইউটিউবে ৩৫ মিলিয়ন ছাড়িয়ে যাচ্ছে।দারুন লিরিক্স,গানের সুর এবং অভিনেত্রীর দুর্দান্ত পারফরম্যান্স আলাদা মাত্রা যোগ করেছে।সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো আইটেম গানে সিনেপ্রেমীরা প্রকৃত অর্থে দেওয়ানা হয়ে যায়।যার প্রমান মেলে ইউটিউবে ভক্তদের উচ্ছাস প্রকাশ দেখে।

এছাড়া পরিচালক শামীম আহমেদ রনির ”এবার তোরা মানুষ হ” বুবুজান ছবিতে আইটেম গানে কোমর দুলিয়েছেন।এই ছবিতে কো আর্টিস্ট হিসেবে ছিলেন ভিলেন শিবা সানু।জনপ্রিয় বাবুরে আইটেম গানে সময়ের অন্যতম খল নায়ক ডন’র সঙ্গে কাজ করেছেন তিনি।পরে চন্দন রায় চৌধুরীর সঙ্গে রোমান্টিক হিন্দি গানে মিউজিক ভিডিওতে কাজ করেছেন।সম্প্রতি বিগ বাজেটের মিউজিক ভিডিও রিলিজ পেয়েছে।তাছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের টিভিসি, ফটোশুট করেছেন।গত ঈদে মুক্তি পাওয়া শেষ বাজি ছবিতে চলচ্চিত্রের আরেক জনপ্রিয় নায়ক সায়মন সাদিকের সঙ্গে আইটেম গানে হাজির হয়েছিলেন।অভিনেত্রী প্রিয়া অনন্যাকে আসন্ন ঈদে মুক্তি প্রতিক্ষিত ডার্ক ওয়ার্ল্ড মুভিতে দেখা যাবে।এর পাশাপাশি নতুন ফিল্ম ও নাটকে কাজ করার চুক্তি সেরেছেন।

ব্যাড গার্লসে যুক্ত হয়ে তিনি বলেন, গুনী পরিচালক সেলিম রেজার পরিচালনায় এর আগেও একটি ফিল্মে কাজ করেছি।আবারো তিনি আমাকে ব্যাড গার্লস নামের একটি ওয়েব সিরিজে কাজের সুযোগ করে দিয়েছেন।আসলে ওনার সঙ্গে কাজ করতে পারা বেশ আনন্দের।এছাড়া ব্যাড গার্লস সিরিজের কাহিনী ও চিত্রনাট্যে রয়েছে বিশিষ্ট লেখক অনুরুপ আইচ।আর এটি সব ধরনের দর্শকদের গুরুত্বপূর্ণ বার্তা জানান দিবে।মূলত একটি ছবি সমাজের বিভিন্ন রুপ তুলে ধরে কিন্তু এই ফিল্মে নারীদের ব্যাড গার্লস হওয়ার পিছনের গল্প তুলে ধরবে একেবারে ভিন্নরূপে।আশা করি সবাই ব্যাড গার্লসের ঝলক দেখতে পাবেন।

ব্যাড গার্লস ওয়েব সিরিজে প্রিয়া অনন্যা সহ আরো অভিনয় করছেন,

শিবা শানু, আমান রেজা, শিরিন শিলা, তানিন সুভা, নির্জনা, ডন, কমল,এল আর খান সীমান্ত, তুহিন খান, সাদিকুর শিমুল, আইরিন ইরানী, জেরিন ইসলাম, পারিসা জান্নাত, তাসনিম ঐশী, তানিয়া হৃদি, শান্তা ইসলাম, ইসরাত জাহান সুমাইয়া খন্দকার তৃষ্ণা, অঞ্চল ইসলাম, জারা, পলাশ, রিমন রেন, মুক্তা হাসান, ফারিয়া চৌধুরী প্রমুখ।সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ব্যাড গার্লস প্রযোজনা করেছেন সিনেটেক মাল্টিমিডিয়া।আর এটি প্রচারিত হবে সিনেটেক মাল্টিমিডিয়ার ওটিটি মাধ্যমে।