নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন কুরবানীর ঈদ কে সামনে রেখে সক্রিয় হয়ে উঠেছে জালনোট তৈরির অর্ধশতাধিক চক্র। ঈদে কুরবানীর গরুর বাজারে কোটি টাকার জালনোট বাজারে ছাড়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে এমন তথ্য পেয়ে নজরদারি ও অভিযান পরিচালনা শুরু করেছেন ডিএমপি সবুজবাগ থানা পুলিশ।
একই ব্যক্তি একাধিকবার গ্রেপ্তার হওয়ার পর জামিনে বের হয়ে আবারও জাল টাকার কারবারে তৎপরতা চালাচ্ছে এমন নজিরও আছে। সাম্প্রতিক সময়ে ডিএমপি সবুজবাগ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগ থানাধীন রাজারবাগ বাগপাড়াস্থ সুজন গলির মুখে রিয়াজের গ্যারেজের সামনে অভিযান চালিয়ে জাল নোটসহ মোঃ আলমগীর নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিএমপি সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ সোলাইমান গাজী।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের সহায়তায় জল নোট শনাক্তকারী যন্ত্রও বসানোর পরিকল্পনা নেয়া হচ্ছে। অতীতে গ্রেপ্তার হওয়ার পর জামিনে ছাড়া পেয়েছে এমন জালনোট তৈরির চক্রের সদস্যদের বিষয়ে খোঁজ খবর নেওয়াসহ সবুজবাগ থানা পুলিশ গোয়েন্দা নজরদারি করা হচ্ছে।আসন্ন কুরবানীর ঈদকে সামনে রেখে জালনোট রুখতে কঠোর অবস্থানে আছেন বলে জানান ঐ কর্মকর্তা। গ্রেপ্তারকৃতের স্বীকারোক্তিতে জাল টাকা সংক্রান্তে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে।