সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটে প্রতিনিয়ত।তারাই ধারাবাহিকতায় এধরনের চুরির ঘটনা এড়াতে প্রতিনিয়ক কাজ করে যাচ্ছেন ডিএমপি সবুজবাগ থানা পুলিশ।
তেমনি এক ঘটনা ঘটেছে গতকাল রাত্রে অভিনব পদ্ধতিতে স্টেশনারি দোকানের সাটার কাটিয়া দোকানের ভিতরে থাকা স্টেশনারি মালামাল ও নগদ টাকা চুরি করা সংক্রান্তে সবুজবাগ থানায় একটি মামলা হয়।
ডিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সবুজবাগ জোন) গোবিন্দ চন্দ্র পাল,এর নির্দেশনায় অফিসার ইনচার্জ সবুজবাগ থানা প্রলয় কুমার সাহার তত্তাবধানে পুলিশ পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ সোলাইমান গাজী সঠিক তত্পরতায় সবুজবাগ থানার অন্যান্য অফিসার ফোর্সদের কঠোর পরিশ্রমে মামলা রুজু হওয়ার ৮ ঘন্টার মধ্যে সিসি ফুটেজ পর্যালোচনা সহ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সাটার কাটার সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতারপূর্বক চোরাই মালামাল উদ্ধার করা হয়।
আসামিরা সঙ্ঘবদ্ধ চোরচক্রের সক্রিয় সদস্য। তারা ইতিপূর্বে খিলগাঁও ও সবুজবাগ থানা সহ আশপাশ থানায় চুরি মামলা সহ অন্যান্য মামলা রয়েছে বলে জানা যায়।