মোঃ জাবেদুল ইসলাম,আনোয়ারা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠিত আনোয়ারা উপজেলা পরিষদের নির্বাচনে দুই বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরীকে ২২হাজার ২৩ ভোট ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনারস প্রতীকের প্রার্থী কাজী মুজাম্মেল হক।
উপজেলা ৭৪টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ১০৯ জন ভোটারেরর মধ্যে দোয়াত কলম প্রতীকের তৌহিদুল হক চৌধুরী পেয়েছেন ৩৬হাজার ৮০৭ ভোট এবং আনারস প্রতীকের কাজী মুজাম্মেল হক পেয়েছেন ৫৮হাজার ৮৩০ ভোট। এছাড়া নির্বাচন থেকে সরে যাওয়া মোটরসাইকেল প্রতীকের এম এ মান্নান চৌধুরী পেয়েছেন ৩৩০ ভোট।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদপ্রার্থী সুগ্রীব মজুমদার দোলন (তালা) পেয়েছেন ১৯হাজার ৯৭১ ভোট, মোহাম্মদ আবু জাফর (টিয়া পাখি) পেয়েছেন ৩০হাজার ৩৩৭ ভোট, সালাউদ্দিন সারো (টিউবওয়েল) পেয়েছেন ৬হাজার ৬১৮ ভোট , এম এ মন্নান মান্না (চশমা) পেয়েছেন ৩১হাজার ১৫৭ ভোট , সন্তোষ কুমার দে(বই) পেয়েছেন ৩হাজার ৫৫৪ ভোট ও প্রদীপ দত্ত (মাইক) পেয়েছেন ২হাজার ৩৪৮ভোট। ভাইস চেয়ারম্যান পদে সবচেয়ে বেশি ৩১হাজার ১৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন এম এ মন্নান মান্না (চশমা)।
ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী মরিয়ম বেগম ২৩হাজার ৪৮০ ভোট, পারভীন আকতার (কলস) ২৫হাজার ৮২ভোট ও এডভোকেট চুমকি চৌধুরী (হাঁস) ৪৫হাজার ৯৪০ ভোট পান। সবচেয়ে বেশি ৪৫হাজার ৯৪০ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান (মহিলা) নির্বাচিত হয় এডভোকেট চুমকি চৌধুরী।