‘সেবা ও সদাচারের’ ডিএমপি অঙ্গীকার’এ প্রতিপাদ্য সামনে রেখে সেবার মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন ডিএমপি ট্রাফিক লালবাগ বিভাগ ।
বৈশাখের অসহ্য গরমে প্রকৃতিতে যেন গ্রীষ্মের তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। এর মধ্যে আজ থেকে আরো ৭০ ঘণ্টার তাপদাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সব মিলিয়ে প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।এই তীব্র গরমে সাধারণ জনগণ,পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষদের একটু স্বস্তি দিতে সুপেয় পানি ও স্যালাইনের ব্যবস্থা করেছেন ডিএমপি ট্রাফিক লালবাগ বিভাগ।
তারাই ধারাবাহিকতায় ৪ মে ২৪ ইং শনিবার ডিএমপি লালবাগ বিভাগের উদ্যোগে লালবাগ বিভাগের আজিমপুর ক্রসিং, ফুলবাড়িয়া ক্রসিং এবং তাতিবাজার ক্রসিংসহ বেশ কয়েকটি স্থানে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির ফলে প্রচন্ড গরমে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ এবং পথচারী,রিক্সা চালক শিক্ষার্থীদের তৃষ্ণা মেটাতে খাবার পানি ও স্যালাইন বিতরন করেছেন ডিএমপি ট্রাফিক লালবাগ বিভাগ।
এই বিষয়ে ডিএমপি ট্রাফিক লালবাগ বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) এডিশনাল ডিআইজি আসমা সিদ্দিকা মিলি কাছে জানতে চাইলে তিনি বলেন,রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। দিনে আগুনে রোদ ও গরমে খাঁ খাঁ করে চারদিক। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। আগুনে রোদ আর তীব্র গরমের কারণে বাড়ছে হিট স্ট্রোকের মতো স্বাস্থ্যঝুঁকি।তাই আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়ের পৃষ্ঠপোষকতায় ঢাকা মেট্রোপলিটন ট্রাফিক লালবাগ এলাকায় শ্রমজীবী খেটে খাওয়া মানুষ এবং পথচারীদের তৃষ্ণা মেটাতে খাবার পানি ও স্যালাইন বিতরন করা হচ্ছে বলে জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন মো: আশিক হাসান পিপিএম, এডিসি ট্রাফিক লালবাগ,পীযূষ কুমার দে,এসি ট্রাফিক কোতোয়ালি,রাজীব গাইন, এসি ট্রাফিক ফুলবাড়িয়া,গোলাম মোর্সেদ, এসি ট্রাফিক লালবাগ ও লালবাগ বিভাগের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ। পুলিশের এ রকম সময়োপযোগী উদ্যোগে শ্রমজীবী এবং পথচারীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।