মুহাম্মদ এমরান
বান্দরবান:- লামায় সরকারি বরাদ্দে খাল খননের নামে বালু বিক্রির অভিযোগে বালু ভর্তি একটি ট্রাক জব্দ করা হয়েছে।
অবৈধভাবে পরিবহনকালে বালু ভর্তি ট্রাক জব্দ করেছেন লামা উপজেলা প্রশাসন।
শনিবার (২০ এপ্রিল) রাত ১১ টায় লামা উপজেলার ফাঁসিয়াখালী সড়কের লাইনঝিরি পয়েন্ট থেকে বালু ভর্তি ট্রাকটি আটক করেছে বলে জানাগেছে।
অভিযোগ রয়েছে, সরকারি কোটি টাকা বরাদ্দে ইয়াংছা খাল পুন:খনন হচ্ছে। খাল খনন করে দু’পাড়ে ভরাট না করে স্হানীয় এক প্রভাবশালী সরকারদলীয় জনপ্রতিনিধি সেসব বালু মজুদ করে বিক্রি করছেন। আরো অভিযোগ আছে,ইয়াংছা মাদ্রাসার জমি ভরাটের নামে শ্যালু মেশিন দিয়ে বালু উত্তোলন করেও বিক্রি করতেছে। বালু মহলটি সরকার দলীয় প্রভাবশালী স্হানীয় জনপ্রতিনিধি হওয়ায় তাদের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খুলে কথা বলতে পারছেনা।
জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে খাল খননকাজ শেষে মজুদ বালুগুলো ইজারা দিয়ে রাজস্ব আদায় করার নিয়মটি মানছেন না প্রভাবশালী এই বালু চক্র।
সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে খালের বালু প্রতি গাড়ি ১ হাজার থেকে ২হাজাট টাকায় বিক্রি করছেন।
এমন অভিযোগের উপর ভিত্তি করে সক্রিয় হয়েছে লামা প্রশাসন।