ঈদুল ফিতর উপলক্ষে জনপ্রিয় শিল্পীদের নিয়ে বৈশাখী টিভিতে থাকছে ‘গানে গানে ঈদ আনন্দ’।
লিটু সোলায়মানের প্রযোজনায় ঈদের ৭দিন সকাল ১১.০০ টা থেকে প্রচার হবে এ বিশেষ সংগীতানুষ্ঠান। এ অনুষ্ঠানে অংশ নেবেন কণ্ঠশিল্পী খুরশিদ আলম ও অনুপমা মুক্তি, বিন্দু কনা ও তার দল, রাজীব ও শবনম প্রিয়াংকা, গামছা পলাশ ও দিপা, সাব্বির ও প্রিয়াংকা বিশ্বাস, অংকন ও কামরুজ্জামান রাব্বি, নোলক ও সাদিয়া লিজা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, ও তমা রসিদ।