বিনোদন ডেস্ক : এবার ঈদে পর্দা কাঁপাতে আসছে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’। জাহাঙ্গীর সিকদার প্রযোজিত এবং জাহিদ হোসেনের পরিচালনায় ছবিটিতে আরও অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে।
গত ২৮ ফেব্রুয়ারি ট্রেলার প্রকাশের মাধ্যমে ছবিটি মুক্তি দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেন পরিচালক। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী প্রযোজক জাহাঙ্গীর সিকদার ও অভিনেতা জায়েদ খান।
প্রযোজক জাহাঙ্গীর সিকদার সাংবাদিকদের বলেন, ‘ঈদে ছবি মুক্তি পাওয়া প্রত্যেক প্রযোজকের জন্য সুখবর। আমি প্রচারণায় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। ছবিতে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটসহ একটা নিটোল প্রেমের গল্প আছে।
পরিচালক জাহিদ বলেন, ‘ছবিটি নির্মাণ শেষে আমরা দেখেছি। সবার ভালো লেগেছে বলেই ঈদে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছি।
প্রযোজক জাহাঙ্গীর সিকদার আরো নলেন জানি ঈদে আরো বড় বড় ছবি মুক্তি পাবে। তবে সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ছবির গল্প, গান ও মেকিং ভালো হলে দর্শক লুফে নেবে—এটাই আমার বিশ্বাস।’ এবার ঈদে মুক্তির মিছিলে আগে থেকেই আছে ‘রাজকুমার’, ‘ওমর’, ‘দেয়ালের দেশে’, ‘কাজলরেখা’, ‘পটু’, ‘জ্বিন ২’সহ আরো কয়েকটি ছবি।