নিজস্ব প্রতিবেদক:- ঢাকার গাবতলীর পর আমিন বাজারের মূল সড়কের পাশে প্রকাশ্যে একের পর এক কয়লার স্তুপ গড়ে তোলায় আশপাশের এলাকার বায়ু ও পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করেছে। পুরো এলাকা যেন অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ছে। এ নিয়ে চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল উদ্বেগ প্রকাশ করে বলেন, আমিন বাজার এলাকাসহ আশপাশের এলাকায় এমনিতেই সিটি করপোরেশনের ময়লার ডাম্পিং স্টেশন থাকায় এসব এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। দুর্গন্ধে টেকা যায় না। মানুষ নানা রোগ-ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। এখন নতুন উপদ্রব হয়ে দেখা দিয়েছে সড়কের পাশে কয়লার বড় বড় স্তুপ গড়ে তোলা। এতে আশপাশের এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। মানুষ ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ায় যানবাহন চলাচলেও ব্যাঘাত ঘটছে। এর সাথে সড়কের উন্নয়ন কাজ চলায় সেই ধুলাবালিও বাতাসে উড়ছে। সবমিলিয়ে পুরো আমিন বাজার ও আশপাশের এলাকার পরিবেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। ডিপজল বলেন, আমি সরকারের বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় ও সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যাতে ঐ এলাকাসহ পুরো এলাকার বায়ুদূষণ বন্ধসহ পরিবেশ দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেয়। তা নাহলে, দূষণ শুধু এ এলাকায় সীমাবদ্ধ থাকবে না, রাজধানীতেও ছড়িয়ে পড়বে। ডিপজল বলেন, সারাদেশেই পরিবেশ দূষণ হচ্ছে। এজন্য সকলেরই সচেতন হওয়া উচিৎ। সুস্থ পরিবেশ থাকলে সুস্থভাবে বেঁচে থাকা যায়। আমি সকলকে আহ্বান জানাচ্ছি, পরিবেশ দূষণ রোধে সচেতন হোন। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলবেন না। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। আপনারা সচেতন হোন, নিজ নিজ এলাকা দূষণমুক্ত রাখতে নাগরিক দায়িত্ব পালন করুন।
সংবাদ শিরোনাম ::
জনপ্রিয় সংবাদ