সাম্প্রতিক সময়ে পবিত্র মাহে রমজান মাসে সক্রিয় হয়ে পড়েছে বিভিন্ন অপরাধী চক্র।রামপুরা থানাধীন এলাকা অপরাধ নিয়ন্ত্রনে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ডিএমপি রামপুরা থানার অফিসার ইনচার্জ(ওসি) মশিউর রহমান।
তারাই ধারাবাহিকতায় গতকাল রাতে রামপুরা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিদেশী ডলার রিয়াল ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা দেখিয়ে,এবং বিক্রির কথা বলে সহজ সরল প্রকৃতির বিভিন্ন লোকজনকে টার্গেট করে তাদের নিকট থেকে টাকা পয়সা হাতিয়ে নেয় একটি চক্র।
এই চক্রটি দীর্ঘদিন যাবত ঢাকা ও ঢাকার আশেপাশে এলাকায় অবস্থান করে এবং তারা দীর্ঘদিন যাবত এই ধরনের প্রতারনার সাথে জড়িত মর্মে জানা যায় ।
পবিত্র ঈদুল ফিতর ঈদকে সামনে রেখে এই চক্রটি বেশ তৎপর হয়ে উঠেছিল এবং বিভিন্ন ধরনের মানুষকে টার্গেট করে প্রতারণা করে আসছিল।গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামপুরা থানার একটি চৌকস টিম অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই চক্রের সাথে দীর্ঘদিন যাবত জড়িত এবং বিভিন্ন মানুষজনের সাথে প্রতারণা করে বলে স্বীকার করে।তাদের দলনেতা সহ অন্যান্য সদস্যদের নামে দেশের বিভিন্ন থানায় একাধীক মামলা আছে বলে জানান তিনি।