নিজস্ব প্রতিবেদক :- গর্বের বাকেরগঞ্জ বরিশাল শাখার উদ্যােগে ২২ মার্চ বরিশালের একটা রেস্তোরাঁয় ইফতার মাহফিল এবং বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার বিষয়ক আলোচনার আয়োজন করা হয়। এসময় সভাপতিত্ব করেন বরিশাল শাখার সভাপতি মোঃ নাজিউর রহমান এবং সভা পরিচালনা করেন বরিশাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গোলাম রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্বের বাকেরগঞ্জ কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠাতা মোজাম্মেল হোসেন মোহন, বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটির সমন্বয়ক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ নিজামুর রহমান নিজাম, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলীম খান, বাকেরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির জমাদ্দার, প্রকৌশলী মোঃ শাহাবাজ মিঞা শোভন, গর্বের বাকেরগঞ্জ বরিশাল শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান নেহাল, সহ সভাপতি মোঃ শাহীন মিরা, মোঃ সাঈদ মোল্লা, মোঃ রাজ্জাক খান, সাংস্কৃতিক সম্পাদক রাকিব হোসেন রাজ, বাকেরগঞ্জ পৌর শাখার আহ্বায়ক বিক্রম দাস, সদস্য সচিব সজল মাহমুদ প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ সরকারের কাছে অবিলম্বে বাকেরগঞ্জ জেলা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান এবং আগামী ঈদের পরের দিন জেলা পুনরুদ্ধারের লক্ষে রোডমার্চে বাকেরগঞ্জের সকলকে অংশগ্রহণের আহ্বান জানান।