নিজেস্ব প্রতিবেদনঃ-জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস) কেন্দ্রীয় পরিষদের দপ্তর সচিব এবং প্রথম শ্রেণির নিরপেক্ষ জাতীয় বার্তা সংস্থা বাংলাদেশ নিউজ সিন্ডিকেট (BNS) এর বার্তা সম্পাদক সাংবাদিক মো. রাব্বী মোল্লা’র একমাত্র পুত্র মো. রাফছান মোল্লার শুভ জন্মদিন আজ। গত ২০২২ইং সনের ২৫ শে জানুয়ারী পিতা সাংবাদিক মো. রাব্বী মোল্লা ও মাতা মোসা. চাম্পা আক্তারের দাম্পত্য জীবনে এক বিশেষ ভালোবাসার রজনী নিয়ে গড়কে আলোকীত করেন মো. রাফছান মোল্লা।
আজ ২৫শে জানুয়ারী ২০২৪ইং তার দ্বিতীয় জন্মবার্ষিকীতে পিতা সাংবাদিক মো. রাব্বী মোল্লা দেশ বাসীর কাছে দোয়া চেয়েছেন, সকলে তার জন্য দোয়া করবেন সাংবাদিক পুত্র মো. রাফছান মোল্লা যেন তার বাবা ও দাদার মতো সৎ নীতি আদর্শ নিয়ে দিনের পতে চলতে পারে এবং তাকে যেন দিনি শিক্ষায় শিক্ষিত করতে পারি ও তার দ্বিতীয় জন্মবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং দীর্ঘ আয়ু ও সু-স্বাস্থ্ কামনা করছি।