ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল বাগেরহাটে ঐতিহ্যকে মেলে ধরে রাখতে পিঠা উৎসব মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃত্যু মোরেলগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু নড়াইলের গোবরায় মৎস্য খামারে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী লামার ছেলে আবুল মোছা ইসলামপুরে মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত ২ সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয় ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে একাই চলতে হয়!

  • আপডেট সময় : ১২:১৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩
  • ৩৩৫৯ বার পড়া হয়েছে

খান মাহাদী

এই বিচ্ছেদের যুগে, কেউ আজীবন থাকার জন্য আসে না মানুষ আসবে, সময় কাটাবে,ভালো লাগলে কথা বলবে, যখন আর ভালো লাগবে না, সে চলে যাবে, অন্য আরেক জনের কাছে;

একটা বার ও ভাবে না, বিপরীত পাশের মানুষটার কি হবে,মানুষটা ভালো থাকবে তো ?
সেই মানুষটার কথা একবারও ভাবে না,সেই মানুষটার ভালো থাকা নিয়ে, তার কিচ্ছু যায় আসে না, কিচ্ছুই না।

বর্তমান পৃথিবীতে নিজের ভালো থাকার দায়িত্ব নিজেই নিতে হয়,অন্য কেউ আসবে না, তোমাকে ভালো রাখার জন্য,,

মানুষ আসবে, তার স্বার্থের জন্য আবার চলে যাবে,

নিজের ভালো থাকার দায়িত্ব অন্য কারো উপর দিও না,, এতে কখনো ভালো থাকতে পারবে না,

তাই নিজের ভালো থাকাটা নিজেই দেখতে হয়।
আর ভালো থাকতে হলে, কখনো অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না একদম না, মানে না;

তোমাকে কতোটা মিস করি সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!

তোমাকে কতোটা ভালোবাসি সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!

তোমাকে আমি কতোটা বেশি চাই সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!

তোমাকে ভেবে ভেবে আমার কতোটা সকাল,দুপুর,সন্ধ্যা কেটেছে, সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!

তোমার সামান্য অবহেলায় কতোটা কষ্ট পাই, সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!

তোমাকে একদিন না একদিন পেয়ে যাবো ভেবে কতোটা অপেক্ষা করে যাচ্ছি সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল

এই স্বার্থের দুনিয়ায় কেউ কারো নয় ক্ষত-বিক্ষত হৃদয় নিয়ে একাই চলতে হয়!

আপডেট সময় : ১২:১৮:০২ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

খান মাহাদী

এই বিচ্ছেদের যুগে, কেউ আজীবন থাকার জন্য আসে না মানুষ আসবে, সময় কাটাবে,ভালো লাগলে কথা বলবে, যখন আর ভালো লাগবে না, সে চলে যাবে, অন্য আরেক জনের কাছে;

একটা বার ও ভাবে না, বিপরীত পাশের মানুষটার কি হবে,মানুষটা ভালো থাকবে তো ?
সেই মানুষটার কথা একবারও ভাবে না,সেই মানুষটার ভালো থাকা নিয়ে, তার কিচ্ছু যায় আসে না, কিচ্ছুই না।

বর্তমান পৃথিবীতে নিজের ভালো থাকার দায়িত্ব নিজেই নিতে হয়,অন্য কেউ আসবে না, তোমাকে ভালো রাখার জন্য,,

মানুষ আসবে, তার স্বার্থের জন্য আবার চলে যাবে,

নিজের ভালো থাকার দায়িত্ব অন্য কারো উপর দিও না,, এতে কখনো ভালো থাকতে পারবে না,

তাই নিজের ভালো থাকাটা নিজেই দেখতে হয়।
আর ভালো থাকতে হলে, কখনো অন্যের উপর নির্ভরশীল হওয়া যাবে না একদম না, মানে না;

তোমাকে কতোটা মিস করি সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!

তোমাকে কতোটা ভালোবাসি সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!

তোমাকে আমি কতোটা বেশি চাই সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!

তোমাকে ভেবে ভেবে আমার কতোটা সকাল,দুপুর,সন্ধ্যা কেটেছে, সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!

তোমার সামান্য অবহেলায় কতোটা কষ্ট পাই, সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!

তোমাকে একদিন না একদিন পেয়ে যাবো ভেবে কতোটা অপেক্ষা করে যাচ্ছি সেটা আমি ছাড়া আর কেউ কখনোই জানবে না, তুমিও না!