নিজস্ব প্রতিবেদকঃ নতুন বছরের শুরুতেই অবসরে গেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন। এবার তিনি যোগদিলেন দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ ও ডেইলি বাংলাদেশ আপডেট এ। তিনি আজকের বিজনেস বাংলাদেশ এরসম্পাদকমন্ডলীর সভাপতি এবং ডেইলি বাংলাদেশ আপডেট এর প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করবেন। নতুন এই যাত্রাপ্রসঙ্গে মেজবাহ উদ্দিন বলেন, ‘পত্রিকা দুটোর উদ্যোক্তাদের অনুরোধেই দায়িত্ব নিয়েছি। যেহেতু তাদের সঙ্গে আগে থেকেইপরিচয় ও জানাশোনা রয়েছে, তাই আশা করছি ভালো কিছু হবে।’
মেজবাহ উদ্দিন ২০২১ সালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়ে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনিবাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসন ক্যাডারের ১১ তম ব্যাচের কর্মকর্তা। মেজবাহ উদ্দিনের গ্রামের বাড়ি ভোলায়।কিশোরগঞ্জ জেলায় সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি জেলা প্রশাসক হিসেবেখুলনা জেলায় দুই বছর এবং চট্টগ্রাম জেলায় তিন বছর সাফল্য ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে দেশের‘সেরা জেলা প্রশাসক’ নির্বাচিত হয়েছে প্রধানমন্ত্রীর নিকট হতে পুরষ্কারপ্রাপ্ত হন। সচিব হওয়ার আগে যুগ্ম সচিব ও অতিরিক্তসচিব হিসেবে প্রায় পাঁচ বছর কর্মরত ছিলেন। এছাড়া তিনি অফিসার্স ক্লাব ঢাকার সাধারণ সম্পাদক হিসেবে সাফল্যের সঙ্গেদায়িত্ব পালন করছেন।