বিনোদন ডেস্ক : বিনোদন জগতে হাওয়া বদল হয়েছে ওয়েব সিরিজের হাত ধরে। সিনেমা ধারাবাহিককে পিছনে ফেলে ওয়েবসিরিজের দৌরাত্ম্য বৃদ্ধি পাচ্ছে দিন দিন। ওয়েব সিরিজের মধ্যে বিশেষ করে অ্যাডাল্ট ওয়েব সিরিজ গুলি জনপ্রিয়তা পাচ্ছেদর্শকমহলে। সিরিজগুলির উষ্ণময় দৃশ্য নেটিজেনদের আগ্রহ আরো বৃদ্ধি করে। বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমেই এই সিরিজগুলি রিলিজ করা হয়। সম্প্রতি দর্শক মহলে জনপ্রিয় হয়েছে তেমনই এক সিরিজ।
সম্প্রতি ডিজেমুভিপ্লেক্স নামক একটি প্লাটফর্ম থেকে একটি সিরিজের ট্রেলার রিলিজ করা হয়েছে, যার নাম “বাবুজি ঘর পার হেপার্ট 2″। সিরিজটির ট্রেলার রিলিজ হওয়ার মুহূর্তের মধ্যেই তা দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলেছে। এই সিরিজের প্রথমপর্বটি বেশ মনে ধরেছিল দর্শকদের। একইভাবে তৃতীয় পর্বটিও প্রথম পর্বের মত উষ্ণময় হতে চলেছে, তা বলার আর অপেক্ষারাখে না।