গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি:- শরীয়তপুরের তিনটি আসনে পুনরায় নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মো. ইকবাল হোসেন অপু, একেএম এনামুল হক শামীম ও নাহিম রাজ্জাক।
(২৬ নভেম্বর) রোববার বিকালে বঙ্গবন্ধু এভিনিউ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চূড়ান্ত প্রার্থীদের মনোনয়নে নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শরীয়তপুর- ১ আসন পালং জাজিরা নিয়ে এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ইকবাল হোসেন অপু এবং শরীয়তপুর -২ আসন নড়িয়া সখিপুর নিয়ে এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। শরীয়তপুর-৩ আসন ভেদরগঞ্জ, ডামুড্যা, গোসাইরহাট উপজেলা নিয়ে ঘঠিত এই আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য নাহিম রাজ্জাক।
উল্লেখ্য, চলতি মাসের ১৫ তারিখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়নের আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি।
মো.সাহেদ আহমেদ
গোসাইরহাট প্রতিনিধি
মোবাইল.০১৬১১-৫১৮৫৪৬.