ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল বাগেরহাটে ঐতিহ্যকে মেলে ধরে রাখতে পিঠা উৎসব মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃত্যু মোরেলগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু নড়াইলের গোবরায় মৎস্য খামারে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী লামার ছেলে আবুল মোছা ইসলামপুরে মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত ২ সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

শুধু মায়া লাগে তাই সে বারবার দুঃখ দেবার পরেও ফিরে আসি তাই!

  • আপডেট সময় : ১০:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • ৩২১৩ বার পড়া হয়েছে

                খান মাহাদী

যে মানুষটা বারবার আমার মন ভাঙে,
স্বপ দেখিয়ে স্বপ্ন ভাঙে ।
যে আমাকে অঝরে কাঁদিয়ে ছেড়ে যায় বারবার ,
আবার সে ফিরে আসে নতুন করে দুঃখ দিতে
দুঃখ পাব জেনেও আমি সব ভুলে যাই।
শুধু মায়া লাগে তাই।

সে আবারও আমাকে দুঃখ দিয়ে চলে যাবে
যদি অন্য কাউকে তার বেটার মনে হয়,
এটা জানার পরেও সবকিছু ভুলে
তাকে আবারও আপন করে নেই
শুধু মায়া লাগে তাই।

মায়া লাগে তাই তাকে ফিরিয়ে দিতে পারি না,
তার চোখের দিকে তাকিয়ে বলতে পারি না
চলে যাও তোমাকে আমার প্রয়োজন নেই।

তার মলিন মুখ দেখলে
নিজের কষ্টগুলো প্রকাশ করতে পারি না।
আমার কেবল ইচ্ছে হয়,
তার জীবনের সবটুকু দুঃখ নিজের করে নিয়ে
তার মলিন মুখে একটু হাসি ফুটিয়ে তুলি।
এভাবেই বারংবার আমি তার মায়ায় আটকে যাই।

শুধু মায়া লাগে তাই,
সে দুঃখ দেবার পরেও যতোবারই ফিরে আসে
তার দেয়া সমস্ত দুঃখ ততবারই ভুলে যাই।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল

শুধু মায়া লাগে তাই সে বারবার দুঃখ দেবার পরেও ফিরে আসি তাই!

আপডেট সময় : ১০:২০:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

                খান মাহাদী

যে মানুষটা বারবার আমার মন ভাঙে,
স্বপ দেখিয়ে স্বপ্ন ভাঙে ।
যে আমাকে অঝরে কাঁদিয়ে ছেড়ে যায় বারবার ,
আবার সে ফিরে আসে নতুন করে দুঃখ দিতে
দুঃখ পাব জেনেও আমি সব ভুলে যাই।
শুধু মায়া লাগে তাই।

সে আবারও আমাকে দুঃখ দিয়ে চলে যাবে
যদি অন্য কাউকে তার বেটার মনে হয়,
এটা জানার পরেও সবকিছু ভুলে
তাকে আবারও আপন করে নেই
শুধু মায়া লাগে তাই।

মায়া লাগে তাই তাকে ফিরিয়ে দিতে পারি না,
তার চোখের দিকে তাকিয়ে বলতে পারি না
চলে যাও তোমাকে আমার প্রয়োজন নেই।

তার মলিন মুখ দেখলে
নিজের কষ্টগুলো প্রকাশ করতে পারি না।
আমার কেবল ইচ্ছে হয়,
তার জীবনের সবটুকু দুঃখ নিজের করে নিয়ে
তার মলিন মুখে একটু হাসি ফুটিয়ে তুলি।
এভাবেই বারংবার আমি তার মায়ায় আটকে যাই।

শুধু মায়া লাগে তাই,
সে দুঃখ দেবার পরেও যতোবারই ফিরে আসে
তার দেয়া সমস্ত দুঃখ ততবারই ভুলে যাই।