গনেশ শীল, সুন্দরগঞ্জ:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।
শনিবার (১৮ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আফরুজা বারীর পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আগামী ২০ নভেম্বর নিজে উপস্থিত থেকে মনোনয়ন ফরম জমা দিবেন বলে জানা গেছে।
এ প্রসঙ্গে আফরুজা বারী বলেন, গাইবান্ধা-১ আসনে নৌকা প্রতীকে নির্বাচনের জন্য মনোনয়ন তুলেছি। আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে ভালো মনে করবেন,তাকেই নৌকা প্রতীক দিবেন। তবে এই আসন থেকে নির্বাচনে অংশগ্রহণ করতে আমি প্রস্তুত।
সম্প্রতি গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে প্রচারণায় ব্যাপক ব্যস্ত সময় পার করতে দেখা গেছে আফরুজা বারীকে।বিভিন্ন সভা-সমাবেশেও অংশ নিয়েছেন তিনি। নিজস্ব অর্থায়নে বন্যার সময় বন্যাত্বদের মাঝে ত্রান সামগ্রী, গরীব ও অসহায়দের মাঝে প্রতি বছর লক্ষাধিক শীতবস্ত্র বিতরণ, ঈদের সময় অসহায়দের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ, অসহায় মানুষের পাশে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা প্রদান,মসজিদ ও মন্দিরে বিশেষ সহযোগিতা প্রদান, বিশুদ্ধ পানি সরবরাহ জন্য বিভিন্ন ইউনিয়নে কয়েক হাজার টিওবয়েল প্রদান সহ অসংখ্য উন্নয়ন মূলক কাজ করতে দেখা গেছে।