ফেরদৌসী রুবী
বেশ বেশ বেশ এগিয়ে যাচ্ছে বেশ।
বঙ্গকন্যা শেখ হাসিনার সোনার বাংলাদেশ।
উন্নয়নের মহাসড়কে এলো ধুমকেতু ।
উন্নয়নের মহানায়ক করে দেখালেন পদ্মা সেতু।
মহাকাশে রয়েছে আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট।
বিমান টারমিনাল থ্রি থেকে শুরু হচ্ছে ফ্লাইট।
চট্টগ্রামে হল প্রথম কর্ণফুলীর তলদেশে টানেল।
এই মহাজাত্রায় যোগ হলো ডিজিটাল মেট্রোরেল।
রেলপথে হল ঢাকা থেকে চট্টগ্রাম ডাবল লেন। সড়কপথে হল ডাবল থেকে ফোর লেন।
ঘরে ঘরে বিদ্যুৎ শেখ হাসিনা দিলেন উপহার।
জায়গাসহ মাথা গোজার ঠাই পেল ছিন্নমূল পরিবার।
ডিজিটাল করলেন যত ইউনিয়ন পরিষদ।
জেলায় জেলায় হলো আরো আধুনিক মসজিদ মডেল।
এলো এলো আবার এলো জাতীয় নির্বাচন।
উন্নয়নের প্রতীক নৌকা সবে রাখিবেন স্মরণ।
বীর বাঙালি গর্জে ওঠো সময় হলোরে হলো।
রুখতে হবে অগ্নি সন্ত্রাস সবাই মিলে চলো।
চাইছে তারা দেশটাকে করে দিতে শেষ।
একসাথে লড়বো সবে গড়তে সোনার বাংলাদেশ।