নিজস্ব প্রতিবেদক :-ছোটবেলায় নানার হাত ধরে প্রথম সিনেমার শুটিং দেখতে যান মামুনুর ইসলাম।প্রথম দিনই সেটে গিয়ে অভিনয় করেন চিত্রনায়ক সোহেল চৌধুরীর ছোটবেলার চরিত্র।অভিনয় দিয়ে প্রশংসা ও পেয়েছিলেন।
নানা সিনেমার মানুষ হওয়ায় সিনেমার প্রতি ছোটবেলা থেকেই আগ্রহ মামুনুর ইসলামের।অভিনয় দিয়ে প্রশংসা পেলেও অভিনয়ের ইচ্ছে ছিল না তার।পরবর্তীকালে একটা সময় সহকারী পরিচালক হিসেবে ও কাজ করেন তিনি।কিন্তু ইচ্ছে ছিল প্রযোজক হওয়ার হয়েছেন ও তাই সফল প্রযোজক তিনি। তার প্রযোজনায় নির্মিত হয়েছে বেশ কিছু চলচ্চিত্র।
মামুনুর ইসলাম আম্মাজান ফিল্মস এর কর্নধার।সিনেমার প্রতি ভীষণ আগ্রহ এই প্রযোজকের।ইতিমধ্যেই বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন।
সম্প্রতি তার প্রযোজিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রটির দৃশ্যধারণ সম্পূর্ণ হয়েছে এখন সম্পাদনা এবং ডাবিং এর পরই প্রেক্ষাগৃহে দেখা মিলবে এই চলচ্চিত্রটির।চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন নাসিম সাহানিক অনেক অভিনেতা অভিনেত্রীরা অভিনয় করেছেন এই চলচ্চিত্রটিতে।চলচ্চিত্রটি নিয়ে আশাবাদী চলচ্চিত্রটির প্রযোজক মামুনুর ইসলাম।
মামুনুর ইসলাম বলেন, আমি সবসময় কোনো চলচ্চিত্র প্রযোজনা করার জন্য সবার আগে প্রাধান্য দেয় গল্পটা আসলে কেমন।নিজে একজন দর্শক হিসেবে বিচার করি গল্পটা আসলে কেমন।তারপর সিদ্ধান্ত নেই যদি মনে হয় ভালো দর্শক হিসেবে আমি পূর্ণতা পেয়েছি চলচ্চিত্রটি দেখে তবেই আমি সিনেমা প্রযোজনা করি।মূলত আমার প্রযোজিত সব চলচ্চিত্র গুলোই দর্শকদের জন্য।আমি একজন সিনেমার মানুষ আমার বরাবরই টান সিনেমার প্রতি।আমি সুযোগ পেলেই দেখতে যাই চলচ্চিত্র।দর্শকদের উদ্দেশ্যে এতোটুকুই বলার যে বাংলা সিনেমার পাশে থাকুন তবেই প্রযোজকরা আরও নতুন কাজে উৎসাহী হবেন।আর আমার প্রযোজিত চলচ্চিত্র ‘ব্যাচেলর ইন ট্রিপ’ চলচ্চিত্রটি অবশ্যই দেখবেন আশা করছি নিরাশ হবেন না।
এই সময়ের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান ও প্রযোজকের অন্যতম একজন মামুনুর ইসলাম।তিনি আম্মাজান ফিল্মসের কর্ণধার।