ঢাকা ০২:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল বাগেরহাটে ঐতিহ্যকে মেলে ধরে রাখতে পিঠা উৎসব মধুপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রের মৃত্যু মোরেলগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত মধুপুরে বিয়ের ৭ মাস পর গৃহ বধূর রহস্য জনক মৃত্যু নড়াইলের গোবরায় মৎস্য খামারে বিষ প্রয়োগ ৬ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন দুই বছর যাবত মায়ানমার কারাগারে বন্দী লামার ছেলে আবুল মোছা ইসলামপুরে মোটর সাইকেল সংঘর্ষে এক কিশোরের মৃত্যু আহত ২ সাড়ে ৩ ঘণ্টা পর উত্তরার লাভলীন রেস্টুরেন্টের আগুন নিয়ন্ত্রণে এস আলম ও তার পরিবারের ১২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

যে যতটুকু আপনাকে বোঝে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকুন!

  • আপডেট সময় : ০২:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • ৩২৬৩ বার পড়া হয়েছে

খান মাহাদী:- “কেউ আমাকে বোঝে না” বা “কেউ আমাকে বুঝলো না” প্রায়ই এমন একটা অভিমান আমাদের সকলের মনের মধ্যে জমা হয়ে মনের আকাশটা ভীষণ ভারী করে দেয়। একটা চাপা কষ্ট সমস্ত হৃদয়টা আচ্ছন্ন করে রাখে। ভেতরে ভেতরে একটা গুমোট বাঁধা অভিমান জড়ো করে আমরা হয় চুপ থাকি, অথবা সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি।

আসলে কেউ আপনাকে বোঝে না বা বুঝলো না ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো কেউ আপনাকে আপনার নিজের মতো করে বোঝে না। আপনি যেমনটা চাইছেন তেমন করে বুঝছে না বলেই আপনার এমন মনে হয়।

পৃথিবীতে কোনো মানুষই মাইন্ড রিডার না। চোখের ভাষা আর মনের ভাষা পড়তে পারার মতো চোখ আর মন আপনি কখনোই খুঁজে পাবেন না। এগুলো কেবল কথার কথা। প্রিয়জন বলেন বা পরিজন, কোনো মানুষই আপনাকে লাইন বাই লাইন বুঝে পড়তে পারবে না। আপনি ঠিকঠাক বুঝিয়ে বলতে না পারলে বা বোঝাতে ব্যর্থ হলে কোনো মানুষই আপনাকে শতভাগ বুঝবে না। না চাইতেই সবাই আপনাকে বুঝুক বা বুঝবে এমনটা ভাবাও বোকামি। কারণ আপনি নিজেও কাউকে পুরোপুরি বোঝেন না, এমনকি নিজেকেও না।

বছরের পর বছর একই ছাদের নিচে বসবাস করেও কেউ কাউকে পুরোপুরি বোঝে না। জন্মের পর থেকে যে পরিবারে আপনি বেড়ে উঠেছেন, যে মানুষগুলোর সাথে আপনার অধিকাংশ সময় অতিবাহিত হয়…সেই মানুষগুলোকে কি আপনি পুরোপুরি বোঝেন? আপনি যদি না বোঝেন তাহলে অন্যেরা আপনাকে বুঝছে না বলে অভিমান করে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? কেন নিজেকে সবার থেকে আড়াল করে দূরত্ব তৈরি করছেন?

ভেবেই নিন যে সবাই আপনাকে যতোটুকু বুঝছে আপনি তাদেরকে ঠিক ততোটুকুই বোঝাতে সক্ষম হয়েছেন। কে আপনাকে কতটুকু বুঝলো বা বুঝলো না এতে আপনার কিচ্ছু আসে যায় না। সবথেকে বড় কথা হলো, আপনি নিজেকে নিজে কতটুকু বোঝেন।

সত্যি বলতে আমরা সারাজীবন অন্যের বুঝের উপর নিজেকে মূল্যায়ন করি। কিন্তু আমরা এটা ভুলে যাই, স্ব-মূল্যায়নের থেকে বড় কোনো মূল্যায়ন পৃথিবীতে আর নেই। আপনি যদি নিজেকে নিজে পুরোপুরি বুঝতে পারেন তাহলে আপনি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। সুতরাং কারো বুঝের উপর নিজেকে বিচার না করে নিজেকে নিজে বুঝুন, নিজেকে নিজে ভালো রাখতে শিখুন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

লামা ফাঁসিয়াখালীর শিক্ষার্থীদের একমাত্র ভরসাস্থল হায়দারনাশী গ্রামার স্কুল

যে যতটুকু আপনাকে বোঝে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকুন!

আপডেট সময় : ০২:০৭:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

খান মাহাদী:- “কেউ আমাকে বোঝে না” বা “কেউ আমাকে বুঝলো না” প্রায়ই এমন একটা অভিমান আমাদের সকলের মনের মধ্যে জমা হয়ে মনের আকাশটা ভীষণ ভারী করে দেয়। একটা চাপা কষ্ট সমস্ত হৃদয়টা আচ্ছন্ন করে রাখে। ভেতরে ভেতরে একটা গুমোট বাঁধা অভিমান জড়ো করে আমরা হয় চুপ থাকি, অথবা সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখি।

আসলে কেউ আপনাকে বোঝে না বা বুঝলো না ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো কেউ আপনাকে আপনার নিজের মতো করে বোঝে না। আপনি যেমনটা চাইছেন তেমন করে বুঝছে না বলেই আপনার এমন মনে হয়।

পৃথিবীতে কোনো মানুষই মাইন্ড রিডার না। চোখের ভাষা আর মনের ভাষা পড়তে পারার মতো চোখ আর মন আপনি কখনোই খুঁজে পাবেন না। এগুলো কেবল কথার কথা। প্রিয়জন বলেন বা পরিজন, কোনো মানুষই আপনাকে লাইন বাই লাইন বুঝে পড়তে পারবে না। আপনি ঠিকঠাক বুঝিয়ে বলতে না পারলে বা বোঝাতে ব্যর্থ হলে কোনো মানুষই আপনাকে শতভাগ বুঝবে না। না চাইতেই সবাই আপনাকে বুঝুক বা বুঝবে এমনটা ভাবাও বোকামি। কারণ আপনি নিজেও কাউকে পুরোপুরি বোঝেন না, এমনকি নিজেকেও না।

বছরের পর বছর একই ছাদের নিচে বসবাস করেও কেউ কাউকে পুরোপুরি বোঝে না। জন্মের পর থেকে যে পরিবারে আপনি বেড়ে উঠেছেন, যে মানুষগুলোর সাথে আপনার অধিকাংশ সময় অতিবাহিত হয়…সেই মানুষগুলোকে কি আপনি পুরোপুরি বোঝেন? আপনি যদি না বোঝেন তাহলে অন্যেরা আপনাকে বুঝছে না বলে অভিমান করে নিজেকে কেন কষ্ট দিচ্ছেন? কেন নিজেকে সবার থেকে আড়াল করে দূরত্ব তৈরি করছেন?

ভেবেই নিন যে সবাই আপনাকে যতোটুকু বুঝছে আপনি তাদেরকে ঠিক ততোটুকুই বোঝাতে সক্ষম হয়েছেন। কে আপনাকে কতটুকু বুঝলো বা বুঝলো না এতে আপনার কিচ্ছু আসে যায় না। সবথেকে বড় কথা হলো, আপনি নিজেকে নিজে কতটুকু বোঝেন।

সত্যি বলতে আমরা সারাজীবন অন্যের বুঝের উপর নিজেকে মূল্যায়ন করি। কিন্তু আমরা এটা ভুলে যাই, স্ব-মূল্যায়নের থেকে বড় কোনো মূল্যায়ন পৃথিবীতে আর নেই। আপনি যদি নিজেকে নিজে পুরোপুরি বুঝতে পারেন তাহলে আপনি পৃথিবীর সবথেকে সুখী মানুষ। সুতরাং কারো বুঝের উপর নিজেকে বিচার না করে নিজেকে নিজে বুঝুন, নিজেকে নিজে ভালো রাখতে শিখুন।