বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:-দিনাজপুরের বিরামপুর উপজেলার দিওড় ইউনিয়নে কিশোরদের অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রেখে স্বাস্থ্য ও মনের বিকাশের লক্ষ্যে ফুটবল উপহার দিয়েছেন দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল।
আজ রবিবার বিকেলে বড় বাইলশিরা ও নলিয়াপাড়া এলাকার শিশু-কিশোরদের হাতে ফুটবল তুলে দেন তিনি।
দিওড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল জানান, ফুটবলের মানোন্নয়নের লক্ষ্যে এবং এলাকার শিশু-কিশোরদের মাদকসহ অপরাধমূলক কার্যক্রম থেকে দূরে রাখতে ব্যক্তিগত উদ্যোগে তিনি এই ফুটবল উপহার দিয়েছেন।
এসময় ইউপি সদস্য আজগর আলী, ফেন্সিয়ারা বেগম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।