জুলফিকার আলম (নিজস্ব প্রতিনিধি) : ফেনীর দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুরের রাজাপুর বাজারে অবৈধভাবে টিসিবির পণ্য বিক্রির উদ্যেশ্যে গুদামজাতকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযান। শুক্রবার রাত আনুমানিক ০৮ ঘটিকার সময় এক গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর বাজারে নজরুল স্টোরে অবৈধভাবে টিসিবির পন্য বিক্রির উদ্যেশ্যে গুদামজাতকালে অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারভীন। এসময় ৩৩ বস্তা চাল, ১৬ বস্তা ও খুচরা ৭০ কেজি ডাল, ৮৩ বোতল তেল (প্রতি বোতল ২ লিটার করে) জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, রাজাপুরের নজরুল স্টোরের প্রোপাইটর নজরুল ইসলাম তিনি গত ২০, ২১ অক্টোবরে সিন্দুরপুর, ২৪,২৫ অক্টোবরে রাজাপুর ও ২৬, ২৭ তারিখে দাগনভূঞা পৌরসভায় টিসিবির পন্য বিতরন শেষ হয়ে যাওয়ার পর তার ব্যাক্তিগত গুদামে টিসিবির মালামাল পাওয়া যায়। এসময় আমাদের উপস্থিতি টের পেয়ে নজরুল স্টোরের প্রোপাইটর নজরুল ইসলাম ও তার কর্মচারীরা গুদাম থেকে সরে যায়। যার কারনে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। তিনি এখন পর্যন্ত পলাতক রয়েছেন। তবে গুদামে পাওয়া মালামাল জব্দ করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহন করা হবে।