বঙ্গবন্ধুর বাংলাদেশে,পুলিশ আছে জনতার পাশে এই প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে মুজিব আদর্শে দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে ডিএমপি বাড্ডা থানার উদ্দ্যোগে অদ্য ২৫ সেপ্টেম্বর ২৩ ইং সোমবার বিকাল ৪ ঘটিকার সময় বাড্ডা থানাধীন লিংক রোড গুদারাঘাট যুবলীগ সত্তরে ১নং বিট ইনচার্জ এসআই সাহাবউদ্দিনের তত্তাবধানে বিট পুলিশিং (উঠান বৈঠক) সভা অনুষ্ঠিত হয়।
মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সামাজিক বিভিন্ন অপরাধ প্রতিরোধের বিষয়ে করণীয় এবং সচেতনতা বৃদ্ধির লক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাড্ডা জোনের সহকারী উপপুলিশ কমিশনার(এসি)রাজন শাহ কুমার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাড্ডা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ,আব্দুল কাইয়ুম,পুলিশ পরিদর্শক (অপরেশন)নূরে আলম মাসুম সিদ্দিকী,কামাল উদ্দিন শাহীন,সাবেক সাংগঠনিক সম্পাদক বাড্ডা থানা আওয়ামীলীগ,বাড্ডা থানা ২১ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি,মোহাম্মদ ইমরান ইসলাম,বাড্ডা থানা যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক,তানঝিলা,মোঃ শিপু আহমেদ,মোঃ কামাল,মোঃ মনির খাঁ,তুহিন হাওলাদার,মাহবুব,সোলাইমান,ফিরোজ আহমেদ,লিটন আহমেদ,সুমন মাঝি,সাগর আহমেদ,আসাদ,আবু সায়েদসহ বাড্ডা থানাধীন এলাকার ছাত্রলীগ,যুবলীগ,আওয়ামীলীগ,যুব মহিলালীগসহ অনেক গোন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বাড্ডা থানা ২১ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক মোঃ মহারাজ ভূঁইয়া মেরাজ।