জুলফিকার আলম, দাগনভূঞা প্রতিনিধি :একতা সততা মানবতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর দাগনভূঞা উপজেলার দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের ২০২৩-২০২৫ সালের ১০১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি ঘোষণা করা হয়। পৌর মেয়র ওমর ফারুক খানের সভাপতিত্বে ও কাউন্সিলর একরামুল হক একরামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের সার্চ কমিটির সদস্য ও উপদেষ্টা খুরশিদ আলম ভূঞা। এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র নুরুল হুদা সেলিম, বাজার সদস্য সচিব ইফতেখার শিবলু, কাউন্সিলর সাইফুল সওদাগর, কাউন্সিলর মো: ফারুক, কুয়েত প্রবাসী দেলোয়ার, ফাউন্ডেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি আমির হোসেন মুন্সি, এশিয়ান টিভির দাগনভূঞা প্রতিনিধি সাংবাদিক মোয়াজ্জম হোসেন মালদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবদুল মুনাফ পিন্টু, রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলম, প্রতিদিনের কাগজের দাগনভুঞা প্রতিনিধি আশফাল আহম্মদ রাফি,আনন্দবাজার পত্রিকার দাগনভুঞা প্রতিনিধি নাজমুল হাসানসহ প্রবাসী ফাউন্ডেশানের কর্মকর্তাবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পৌর মেয়র ওমর ফারুক খান দাগনভুঞা প্রবাসী ফাউন্ডেশনের ২০২৩-২০২৫ সালের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন। কাতার প্রবাসী ইঞ্জিনিয়ার মো: সেলিমকে সভাপতি, ইতালী প্রবাসী ইনামুল হক রিমনকে সিনিয়র সহ-সভাপতি, সাউথ আফ্রিকা প্রবাসী মো: শাহজাহান ফিরোজকে সাধারণ সম্পাদক ও সৌদি আরব প্রবাসী আবু শহীদ লিটনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচন করেন ১০১ সদস্য বিশিষ্ট কার্যনিবার্হী কমিটি ঘোষণা করেন।