
মোঃমাহফুজুর রহমান বিপ্লব: ফরিদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য এ কে আজাদ ( আবুল কালাম আজাদ) এর মাধ্যমে ফরিদপুরে আওয়ামী লীগকে পূর্নবাসন ও সন্ত্রাসীদের পূর্নবাসন চেষ্টা করার প্রতিবাদে ফরিদপুর ছাত্রদলের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ অক্টোবর রবিবার সন্ধায় শহরের রাজেন্দ্র কলেজ প্রঙ্গন থেকে একটি মশাল মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ
জায়গা প্রদর্শন করেন। পরে এক জন সভার আয়োজন করেন ছাত্রদল।
উক্ত জনসভা উপস্থিত ছাত্র দলের নেত্রী বৃন্তরা বলেন,দেশজুড়ে আওয়ামী লীগের শীর্ষ নেতারা যখন গণগ্রেপ্তারের ভয়ে আত্মগোপনে, ঠিক তখনই ফরিদপুরে এক ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে। প্রকাশ্যে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা তার কর্মী-সমর্থকদের নিয়ে মাঠে নেমে গনসংযোগ অব্যাহত রেখেছেন। এবং গনসংযোগ নামে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট কথা বিভিন্ন মাধ্যমে প্রচার করছে চলছে।
ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য একে আজাদ(আব্দুল কাদের আজাদ) উদ্দেশ্য করে বলেন, এই ফরিদপুরে মাঠিতে আর কোন আওয়ামী লীগের দোসরের জায়গায় হবেনা, কেউ যদি আওয়ামী সহ তাদের সন্ত্রাসী বাহিনীকে পূর্নবাসন করার দুঃসাহসিকতা দেখায় তার বিরুদ্ধে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে