অন্ধকারের বিপরীতে আছেন লায়ন নুর ইসলাম ভাই,,,,,,
অন্ধকারের বিপরীতে আছেন লায়ন নুর ইসলাম ভাই,,,,,,
দেশের স্বার্থে, সাংবাদিকদের সার্থে,নড়াইলের স্বার্থে এমপি পদে তাকেই আমরা চাই,,,,,,
জনগণের কল্যাণে যার বিকল্প নাই।
দেশবাসীর স্বার্থে কাজ করে যান,,,,,
সকাল দুপুর সাজে,,,,,
এক জবানের মানুষ তিনি প্রমাণ তার কাজে।
দুই দুইটা আইন যার নিজ প্রচেষ্টায় গড়া,,,,
প্রধানমন্ত্রীসহ এবার নড়াইল বাসি দেবে সাড়া,,,,,,
দুস্থ,অসহায়ের বন্ধু তিনি, তাইতো লায়ন নাম,,,,,,
অসহায়ের মুখে ফোটাবে হাসি,
এটাই তাহার কাম ।
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তাই রয়েছে তার আজনম সুনাম,,,,
রাজনীতি তার পেশা না ভাই, রাজনীতি তার নেশা।,,,,,,
জনগণের কষ্টে বিচলিত হয়,
হারায় তিনি দিশা।
তাই নড়াইল বাসি চাই নুর ইসলাম ভাইকে,
মাশরাফি সাহেবকে দিন ক্রিকেট বোর্ডের ভিসা,
এটাই দেশবাসীর প্রত্যাশা,