ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা বিষয়ক সভায় ডিএমপির ৫০টি থানার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত হয়েছে পল্লবী থানা।
গত ২৫ মে ২৩ ইং পল্লবী থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মুহা.মাহফুজুর রহমান মিয়া।দায়িত্ব গ্রহনের পর থেকে পল্লবী থানাধীন এলাকায় চুরি, ছিনাতাই,ডাকাতি,মাদকসেবন,মাদক বিক্রি দমনে প্রতিনিয়ত কাজ করছেন তিনি।
গত ১৭ জুন ২৩ ইং ডিএমপির প্রধান কার্যালয়ে মার্চ-২০২৩ ইং শ্রেষ্ঠ থানা “পল্লবী থানার’পুরস্কার তুলে দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
এই বিষয়ে ডিএমপির পল্লবী থানার অফিসার ইনচার্জ মুহা.মাহফুজুর রহমান মিয়া বলেন কাজের স্বীকৃতি পেলে সবার ভালো লাগে তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় উপ-পুলিশ কমিশনার মিরপুর বিভাগ, এডিসি ও এসি (পল্লবী জোন) স্যার সহ সকল স্যারদের , তাহাদের বলিষ্ঠ নেতৃত্ব এবং সঠিক দিকনির্দেশনায় এমন সাফল্য সম্ভব হয়েছে ।এ অর্জন “টিম পল্লবী” এর সকল সদস্যদের কঠোর পরিশ্রম ও সঠিকভাবে কর্তব্য পালনের ফসল। টিম পল্লবীর জন্য দোয়া প্রার্থী। ডিএমপির মিরপুর বিভাগের ফের শ্রেষ্ঠত্ব অর্জন করেছে পল্লবী থানা।
মুহা. মাহফুজুর রহমান মিয়া ১৯৯৮ সালে পুলিশের চাকরিতে যোগদানের পর দীর্ঘ ২৫ বছরে যিনি অর্জন করেছেন বহু খ্যাতি, পেয়েছেন ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের (ওসি) সম্মাননা। জনবান্ধব এবং পুলিশ সদস্যদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে তার সুনাম রয়েছে।
২০১৯ সালের ২৮ অক্টোবর কালীগঞ্জ থানায় যোগদানের তিন মাসের মাথায় দুইবার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন তিনি।
ওসি মুহা. মাহফুজুর রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, ভাল কাজের স্বীকৃতি পাওয়ায় তিনি আনন্দিত। যতদিন সুযোগ পাবেন দেশ এবং পুলিশের উন্নয়নে কাজ করে যাবেন।