สล็อตเว็บตรง สล็อต สล็อต สล็อตเว็บตรง สล็อตเว็บตรง สล็อต สล็อต หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ หวยออนไลน์ สล็อต บาคาร่า
বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ - ঢাকার বার্তা ২৪
আন্তর্জাতিক জাতীয়রাজধানীরাজনীতিঅপরাধ  লিড নিউজসর্বশেষখেলাধুলাপ্রযুক্তিব‍্যবসা বানিজ‍্যশেয়ার বাজারসারাদেশব‍্যাংক বীমাঅন্যান্য

ব্রেকিং

বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

Published on: October 5, 2025

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ২৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর ২০২৫) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ২৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। নয়ন (২৫), ২। সামির (২৫), ৩। ইউসুফ (২৬), ৪। বন্যা  (৩৭), ৫। নুর ইসলাম  (২৬), ৬। আবিদ হোসেন (৩৮),  ৭। লতিফ (৫০),  ৮। মনোয়ার (২৪), ৯। মোল্লা রুবেল  (৩২), ১০। আলামিন (৪৫), ১১। সাগর (১৯), ১২। হীরা  (৩০), ১৩। রুহুল আমিন (৪৩), ১৪। আসলাম  (২০), ১৫। মুরাদ (২১), ১৬। তাজউদ্দীন (৪০), ১৭। মাসুম (৩৮), ১৮। জাবেদ (৪১), ১৯। বাবু (৩১), ২০। কাজী আরিফ (৩০)২১/আলমগীর (৪০), ২২। বুলু (২১), ২৩। জাফর (৪০), ২৪। ফিরোজ (২৬), ২৫। আলামিন (২০) ও ২৬। ভুট্ট (৪৮)।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now