মাসুদ রানা,সিনিয়র রিপোর্টারঃ গত ৩০ এপ্রিল ২৩ ইং কদমতলী থানাধীন শ্যামপুর শিল্প এলাকা, প্লট নং-০১/এ, শ্যামপুর কদমতলী রোড, কদমতলী স্টিল মিলস (প্রাঃ) লিঃ এর সামনে পাকা রাস্তার উপর একটি অজ্ঞাতনামা লাশ পাওয়া যায়পরবর্তীতে লাশটি সনাক্ত হলে মৃতের বাবা মোঃ রবিউল ইসলাম কদমতলী থানায় অভিযোগ দায়ের করলে কদমতলী থানার মামলা নং-৪৪, গত ৩০ এপ্রিল ২০২৩ ইং পেনাল কোড রুজু হয়
মামলাটি ডেমরা জোনাল টিম, গোয়েন্দা (ওয়ারী) বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা ছায়া তদন্ত করাকালে তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত আসামীদের অবস্থান সনাক্ত করে আসামীদেরকে গ্রেফতার করার নিমিত্তে জনাব মোঃ আজহারুল ইসলাম মুকুল, পিপিএম, অতিঃ উপ-পুলিশ কমিশনার, টিম লিডার, ডেমরা জোনাল টিম, গোয়েন্দা (ওয়ারী) বিভাগ, ডিএমপি, ঢাকা এর নেতৃত্বে ডেমরা জোনাল টিম এর অফিসার ও ফোর্স হবিগঞ্জ জেলার মাধবপুর থানা ও বরিশাল জেলার কাজিরহাট থানা এলাকার বিভিন্ন জায়গা এবং ঢাকা শহর ও নারায়নগঞ্জ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মূল আসামী মোঃ বায়োজিদ (২২)মোঃ রাসেল (২৪)মোঃ হৃদয় হাওলাদার ওরফে সাইদুর (২৩)মোঃ হুমায়ুন কবির (৩৫) মোঃ হৃদয় (১৭)মোঃ সেলিম (৩০)’দের গ্রেফতার করা হয়
গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা গত ২৯ এপ্রিল ২০২৩ ইং রাত্র ১২.৩০ ঘটিকার সময় কদমতলী থানাধীন শ্যামপুর শিল্প এলাকা, প্লট নং-০১/এ, শ্যামপুর কদমতলী রোড, কদমতলী স্টিল মিলস (প্রাঃ) লিঃ এর সামনে পাকা রাস্তার উপর ভিকটিম সিজার হোসেন (২১) কে লোহার রড দ্বারা মাথার পেছনে আঘাত করতঃ হত্যা করে তার নিকট হতে ব্যাটারি চালিত অটোরিক্সা এবং ০১টি টেকনো স্মার্ট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। এই চক্রটি ইতোপূর্বেও একাধিকবার এমন ঘটনা ঘটিয়ে ব্যাটারি চালিত অটোরিক্সা ছিনিয়ে নিয়েছে বলে জানায় ।
ডিএমপির গোয়েন্দা (ওয়ারী) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেনএর সার্বিক দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার, গোয়েন্দা (ওয়ারী) বিভাগ মোঃ শাহিদুর রহমান,এর তত্ত্বাবধানে, ডেমরা জোনাল টিমের টিম লিডার মোঃ আজহারুল ইসলাম মুকুল, অতিঃ উপ-পুলিশ কমিশনার এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযানটি পরিচালনা করা হয়।