বাংলাদেশ আমার অহংকার এই ¯স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-০৭)প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ফেনীর সিপিসি-১ র্যাব-০৭ এর চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাকা রাস্তার উপর মাদকদ্রব্যসহ গাড়ীতে উঠার জন্য অবস্থান করছে।
সোমবার (৩ এপ্রিল ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ এর ফেনী কোম্পানি কমান্ডার মোহাম্মদ সাদেকুল ইসলাম সাংবাদিকদের জানান গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-০৭ ফেনীর একটি আভিযানিক দল গত ৩ এপ্রিল ২০২৩ ইং তারিখ সকাল ৮ ঘটিকায় বর্ণিত স্থানে উপস্থিত হওয়া মাত্রই ২ জন ব্যক্তি কৌশলে পালাইয়া যাওয়ার চেষ্টা করলে র্যাব সদস্যরা আসামী মাখন সূত্রধর (৫৩)ইসমাইল হোসেন ফরিদ (২১)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাঁদের হেফাজতে থাকা ৫ টি চটের বস্তায় মোট ৭৩ কেজি গাঁজা এবং ১,০৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদ্বয়কে গ্রেফতার করা হয়।
আটককৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রামসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা।
উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মাখন সূত্রধর (৫৩) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় ০১টি এবং গ্রেফতারকৃত আসামী ইসমাইল হোসেন ফরিদ (২১) এর বিরুদ্ধে কুমিল্লা জেলার দাউদকান্দি থানায় ০১টি মামলা মাদকদ্রব্য সংক্রান্ত মামলা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ফেনী র্যাব-০৭ এর সিপিসি-১ ক্যাম্প কমান্ডার ।