মেহেরপুর প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষক লীগ মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ মার্চ), বিকেল ৫ টার দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সামনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কৃষক লীগ বুড়িপোতা ইউনিয়ন শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
বাংলাদেশ কৃষক লীগ বুড়িপোতা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দাউদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল মিয়া ও সদর উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক আবুল হাশেম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, জেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুব উল আলম শান্তি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট ইব্রাহিম শাহীন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাশেম, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, বারাদী ইউপি চেয়ারম্যান মোমিনুল ইসলাম, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, কৃষক লীগ, তাঁতি লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মৎসজীবি লীগ ও মহিলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর পূর্বে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, জেলা মডেল মসজিদের ইমাম মোহাম্মদ ইসরাফিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত অনুষ্ঠান চলমান ছিল।
মাজিদ আল মামুন
মেহেরপুর প্রতিনিধি
০১৯১৫৩৫১৪৯৮