বিনোদন প্রতিবেদকঃ আধুনিক সিনেমা ইতিহাসের অন্যতম সফল সাল ছিল ১৯৯৭। ওই বছরই মুক্তি পেয়েছিল জেমস ক্যামেরনের বিখ্যাত ছবি ‘টাইটানিক’। ২৫ বছর পর আবারও বড় পর্দায় আসছে সিনেমাটি। তবে একটি ভিন্ন আঙ্গিকে।
টাইটানিক’ সিনেমায় এবার লেগেছে প্রযুক্তির ছোঁয়া। এবার দর্শকরা হাই-ফ্রেম-রেটে থ্রিডি ৪কে এইচডিআর ফরম্যাটে ‘টাইটানিক’ দেখতে পাবেন। আসছে ১০ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি।
টাইটানিক মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজন করছেন এর নির্মাতা জেমস ক্যামেরন। এরই অংশ হিসেবে সিনেমাটি থ্রি-ডিতে মুক্তি দেয়া হবে।
নতুন করে সিনেমাটি মুক্তির ক্ষণে দাঁড়িয়ে স্মৃতিতে বুঁদ হয়েছেন ‘টাইটানিক’-এর পরিচালক নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘এ সিনেমার জন্য লিওনার্দো ও কেট ছাড়া অন্য কাউকে জ্যাক ও রোজের চরিত্রে আমি ভাবতেই পারিনি। যদিও লিওনার্দো শুরুর দিকে অভিনয় ফুটিয়ে তুলতে পারছিল না। পরে সব ঠিকঠাক করতে পেরেছে।’
তিনি আরও বলেন, ভাগ্যিস সমস্যাটা মিটে গিয়েছিল। লিও আর কেট না থাকলে টাইটানিক হয়তো এই মাত্রার একটি ছবি হয়ে উঠতে পারত না।