জাকির খান :- বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় ভূয়া বায়না চুক্তিতে দাতার স্বাক্ষর জাল করে গায়ের জোরে জমি দখল করে গাছপালা কর্তন করে সেই জমিতে গৃহ নির্মানের অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয় ভুক্তভোগী মৃত্যু আজিজ খানের পুত্র আবুয়াল খান বাদি হয়ে গত ৪ই ডিসেম্বর বাকেরগঞ্জ সেনা ক্যাম্পে সেনা অধিনায়ক বরাবর সেকান্দার আলী হাং এর ছেলে মেহেদী ও ইউসুফ সহ ১১ জনের নাম উল্লেখ পূর্বক আরো অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করে লিখিত অভিযোগ করেন। বিষয় টি তদন্ত পূর্বক সমাধানের জন্য তিনি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে দায়িত্ব প্রদান করেন। সংবাদ পেয়ে এ বিষয় সরেজমিনে প্রত্যক্ষ করতে এ প্রতিবেদক বাদির বাড়িতে উপস্থিত হলে তিনি ঘটনা স্থলে নিয়ে দখলকৃত জমি ও সদ্য নির্মিত টিনের ঘরটি দেখানোর পাশাপাশি ভুয়া বায়না চুক্তি স্বাক্ষর দেখিয়ে নিশ্চিত করেন, বায়না চুক্তি হিসেবে যে কাগজটা রয়েছে ওটার সই তার নয়, একই সাথে তিনি জানান এস এ খতিয়ান ৪৭৪ দাগ নং ১৬১১ তে জমির পরিমাণ ২০ শতাংশ এর মধ্যে সে পৈত্রিক ওয়ারিশ সূত্রে ৩ শতাংশ ভোগ দখলে আছে এছাড়া সৃজিত ১৬৮৯ নং খতিয়ানে দাগ নং ১৬০৯ জমির ৪ শতাংশ তার ক্রয়কৃত সম্পত্তি এছাড়া তার মৃত্যু ছেলে জাকিরের স্ত্রী জেসমিন বেগম খতিয়ান ৭৩ দাগ নং ১৬১০ থেকে ৬ শতাংশ খরিদ সূত্রে মোট ১৩ শতাংশ জমির মালিকানা সূত্রে বহুদিন ধরে উক্ত জমিতে শান্তিপূর্ন ভাবে ভোগ দখলে আছেন, কিন্তু বিবাদীরা সরকার পরিবর্তনের সুযোগে হঠাৎ করে গায়ের জোরে জমি দখল করে রোপিত গাছপালা কেটে ঘর নির্মান করে। এ ঘটনায় বাঁধা দিতে গেলে বিবাদীরা তাকে জানান এ জমি তুই আমাদের বায়না চুক্তি করে লিখিত দিছো এখন রেজিস্ট্রার করে দিবি নতুবা এখানে আসলে তোকে জানে মেরে ফেলা হবে। এমনকি তারা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ভয়ভীতি প্রদর্শন করে তাড়িয়ে দেয়। এ বিষয় পরে সেনা অধিনায়ক বরাবর লিখিত অভিযোগ করার পাশাপাশি ভুয়া বায়না চুক্তিতে স্বাক্ষর কারীদের বিরুদ্ধে বরিশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ও মামলা করছেন বলে নিশ্চিত করেন। বিষয় টি সম্পর্কে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা বিস্ময় প্রকাশ করে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বাদি আবুয়াল খান ও জমিতে গাছপালা লাগিয়ে বহুকাল ধরে কোনো প্রকার বিরোধ ছাড়াই ভোগ দখলে আছে, হঠাৎ রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে বিবাদীরা কোনো কারণ ছাড়াই ভুয়া কাগজপত্র তৈরি করে এই হীন কর্ম সাধনে লিপ্ত হয়েছে। তারা এ ঘটনার তিব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবিতে উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।