জাহিদুল ইসলাম :- বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ২৮শে অক্টোবর বৃহস্পতিবার দুপুর একটায় বিদ্যালয় হল রুমে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে স্মরণ সভা এবং জুলাই আগষ্টের গন অভ্যুখানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রীসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক শহিদুল ইসলাম গাজী সহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিল। এ সময় আন্দোলনে শহীদ সাঈদের বীরত্বগাঁথা স্মৃতি স্মরণ করে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলমগীর হোসেন স্বরচিত কবিতা পড়ে শোনান। পাশাপাশি স্বৈরাচারী সরকারের লোমহর্ষক হত্যাকান্ডের কাহিনী তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।